Ajker Patrika

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

আজকের পত্রিকা ডেস্ক­
জাপানের কাছে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে—দাবি চীনা প্রতিবেদনে। ছবি: সাউথ চায়না মার্নিং পোস্ট
জাপানের কাছে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে—দাবি চীনা প্রতিবেদনে। ছবি: সাউথ চায়না মার্নিং পোস্ট

চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে, জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, জাপানের তথাকথিত ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে যেন ‘দৃঢ় ও কার্যকর পদক্ষেপ’ নেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে, চীন সরকারের ওই প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে। ২০১৬ সালের জুনে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বক্তব্যটি দিয়েছিলেন বাইডেন। জানিয়েছিলেন, তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে বলেছেন—জাপানের এমন প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে যে তারা ‘প্রায় রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তবে সেই সময় চীন সরকার প্রকাশ্যে বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি।

‘জাপানের ডানপন্থী শক্তিগুলোর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা: বিশ্বশান্তির জন্য একটি গুরুতর হুমকি’ শিরোনামের প্রতিবেদনটি যৌথভাবে প্রণয়ন করেছে চায়না আর্মস কন্ট্রোল অ্যান্ড ডিসআরমামেন্ট অ্যাসোসিয়েশন (সিএসিডিএ) এবং চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান। এতে দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই জাপান গোপনে পারমাণবিক অস্ত্র গবেষণার চেষ্টা চালিয়েছে এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক জ্বালানি চক্র ও শক্তিশালী পারমাণবিক শিল্প সক্ষমতা গড়ে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী—জাপানই একমাত্র অ-পারমাণবিক রাষ্ট্র, যারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর আওতায় থেকেও ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের প্রযুক্তি ও অস্ত্রমানের প্লুটোনিয়াম আহরণের সক্ষমতা রাখে। জাপানের জোইয়ো পরীক্ষামূলক ফাস্ট রিঅ্যাক্টর থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদনের সম্ভাবনার কথাও এতে তুলে ধরা হয়েছে। গ্রিনপিস-এর ১৯৯৪ সালের এক গবেষণার বরাত দিয়ে বলা হয়, জাপান প্রায় ৪০ কেজি অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদন করে থাকতে পারে।

চীন দাবি করেছে, জাপানের কাছে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি জাপানের কাছে এমন সামরিক প্ল্যাটফর্মও আছে, যেগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রতিবেদন জাপানের ডানপন্থী শক্তির প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করেছে। এর মধ্যেই বেইজিং জাপানি সামরিক সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে ‘ডুয়েল-ইউজ’ পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত