আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান উভয় দেশই ‘ইটের বদলে পাটকেল’ নীতি অনুসরণ করছে। তিনি দেশ দুটিকে এই নীতি অনুসরণ করা বন্ধ করে থামতে বলেছেন। তিনি জানিয়েছেন, চির বৈরী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তিনি সহায়তাও করতে চান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বন্ধে তিনি সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘এটি খুবই ভয়াবহ।’ তিনি আরও বলেন, ‘আমি দু পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি, আমি দুজনকেই (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ) খুব ভালোভাবে চিনি এবং আমি দেখতে চাই তাঁরা সমস্যার সমাধান করুক। আমি দেখতে চাই তারা এটা বন্ধ করুক।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তারা ইটের বদলে পাটকেল নীতি অনুসরণ করছে, অর্থাৎ একে অপরের জবাব দিচ্ছে। তবে আমি আশা করি, এখন তারা থামতে পারবে।’ ট্রাম্প যখন হোয়াইট হাউসে এই মন্তব্য করছিলেন তখনো ভারত-পাকিস্তান তাদের বিতর্কিত সীমান্তে ভারী গোলাবর্ষণ করছিল। এর আগে নয়াদিল্লি তার চিরপ্রতিদ্বন্দ্বী দেশে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই লড়াইয়ে উভয় পক্ষে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নয়া দিল্লি এই লড়াইয়ের দুই সপ্তাহ আগে পাকিস্তানকেই কাশ্মীরের ভারতীয় অংশে এক সন্ত্রাসী হামলার জন্য দায়ী করেছিল, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
পাকিস্তান দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছেন। মোদিকে তিনি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আতিথ্যও দিয়েছিলেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রাখি, দুজনের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো, এবং আমি চাই এটা বন্ধ হোক এবং যদি আমি কোনো সাহায্য করতে পারি, আমি সেখানে থাকব।’
ট্রাম্প শুরুতে এই সংকটকে ভারত ও পাকিস্তানের পুরোনো উত্তেজনার অংশ হিসেবে হালকা করে দেখেছিলেন। এমনকি তিনি বলেছিলেন, এই দুই দেশের মধ্যে দেড় হাজার বছরের মতবিরোধ আছে, যদিও দেশ দুটি কেবল ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর গঠিত হয়েছিল। তবে ভারতীয় হামলার পর গত ২৪ ঘণ্টায় তার প্রশাসন দ্রুত সক্রিয় হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২ মে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা পুনরায় শুরু করার জন্য উৎসাহিত করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান উভয় দেশই ‘ইটের বদলে পাটকেল’ নীতি অনুসরণ করছে। তিনি দেশ দুটিকে এই নীতি অনুসরণ করা বন্ধ করে থামতে বলেছেন। তিনি জানিয়েছেন, চির বৈরী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তিনি সহায়তাও করতে চান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বন্ধে তিনি সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘এটি খুবই ভয়াবহ।’ তিনি আরও বলেন, ‘আমি দু পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি, আমি দুজনকেই (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ) খুব ভালোভাবে চিনি এবং আমি দেখতে চাই তাঁরা সমস্যার সমাধান করুক। আমি দেখতে চাই তারা এটা বন্ধ করুক।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তারা ইটের বদলে পাটকেল নীতি অনুসরণ করছে, অর্থাৎ একে অপরের জবাব দিচ্ছে। তবে আমি আশা করি, এখন তারা থামতে পারবে।’ ট্রাম্প যখন হোয়াইট হাউসে এই মন্তব্য করছিলেন তখনো ভারত-পাকিস্তান তাদের বিতর্কিত সীমান্তে ভারী গোলাবর্ষণ করছিল। এর আগে নয়াদিল্লি তার চিরপ্রতিদ্বন্দ্বী দেশে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই লড়াইয়ে উভয় পক্ষে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নয়া দিল্লি এই লড়াইয়ের দুই সপ্তাহ আগে পাকিস্তানকেই কাশ্মীরের ভারতীয় অংশে এক সন্ত্রাসী হামলার জন্য দায়ী করেছিল, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
পাকিস্তান দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছেন। মোদিকে তিনি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আতিথ্যও দিয়েছিলেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রাখি, দুজনের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো, এবং আমি চাই এটা বন্ধ হোক এবং যদি আমি কোনো সাহায্য করতে পারি, আমি সেখানে থাকব।’
ট্রাম্প শুরুতে এই সংকটকে ভারত ও পাকিস্তানের পুরোনো উত্তেজনার অংশ হিসেবে হালকা করে দেখেছিলেন। এমনকি তিনি বলেছিলেন, এই দুই দেশের মধ্যে দেড় হাজার বছরের মতবিরোধ আছে, যদিও দেশ দুটি কেবল ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর গঠিত হয়েছিল। তবে ভারতীয় হামলার পর গত ২৪ ঘণ্টায় তার প্রশাসন দ্রুত সক্রিয় হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২ মে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা পুনরায় শুরু করার জন্য উৎসাহিত করেছেন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৪ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৫ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৬ ঘণ্টা আগে