কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়মে বড় পরিবর্তন ঘোষণা করেছে। বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে প্রবেশ করেছেন এবং যাঁদের বৈধ পাসপোর্ট-ভিসা কিংবা কাগজপত্র নেই বা থাকলেও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তাঁরা এবার কাগজ ছাড়াই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য, যা কার্যত ২০১৪ সালের নির্ধারিত সীমাকে বাড়িয়ে দিয়ে এক নতুন দিকের উন্মোচন করল।
এর ফলে বিপুলসংখ্যক অনুপ্রবেশকারী জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবেন—এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।
এই পরিবর্তনকে শুধু প্রশাসনিক নির্দেশিকা হিসেবে দেখা হচ্ছে না, বরং বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ধরা হচ্ছে। কারণ একদিকে এই পরিবর্তনের মাধ্যমে অমুসলিম জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হচ্ছে, অন্যদিকে সংবিধানের মৌলিক অধিকারে সমতার ধারা নিয়ে প্রশ্ন উঠছে।
বিরোধীরা বলছে, বিজেপি চাইছে ধর্মকে ভিত্তি করে দেশকে ধাপে ধাপে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে এবং সেই লক্ষ্যেই ভোটের আগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। কারণ এরা সরাসরি এই আইনের আওতায় আসবেন।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল প্রশাসনিক সুবিধা নয়, বরং ভোটের কৌশল, যাতে বিজেপি নিজেদের স্থায়ী ভোট ব্যাংক তৈরি করতে পারে।
বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে অমুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্য।
আসামের ছাত্র সংগঠন আসু এরই মধ্যে এই নতুন নির্দেশনার বিরোধিতা করেছে।
তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে ১৯৭১ সালের আসাম চুক্তির শর্ত ভঙ্গ করা হচ্ছে। চুক্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যে কেউ আসামে প্রবেশ করলে তিনি বৈধ হবেন না। ধর্ম-নির্বিশেষে বিজেপির এই পদক্ষেপে সেই ঐতিহাসিক চুক্তিকে অমান্য করছে এবং আসামে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ধর্মভিত্তিক বৈধতা সংবিধানের অনুচ্ছেদ ১৪-এর সঙ্গে সাংঘর্ষিক। ফলে এটি নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু হলে আশ্চর্যের কিছুই থাকবে না।
তবে বিজেপি মনে করছে, সংবিধানকে পাশ কাটিয়ে এই পদক্ষেপের মাধ্যমে তারা হিন্দু শরণার্থী গোষ্ঠীর মন জয় করতে পারবে এবং সেটিই তাদের নির্বাচনী কৌশলের মূল লক্ষ্য।
বিরোধী শিবির মনে করছে, বিজেপি মূলত নির্বাচনের আগে সংখ্যালঘু বিরোধী উগ্র হিন্দুত্ববাদী কার্ড খেলতে চাইছে, যা একদিকে হিন্দু ভোটকে একত্র করবে; অন্যদিকে দেশকে আরও বিভক্ত করবে।
সমাজবিজ্ঞানীরা মনে করছেন, নাগরিকত্বের প্রশ্নকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাগ করে দেওয়া হলে সমাজে বৈষম্য বাড়বে, সাম্প্রদায়িক বিভাজন গভীর হবে এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি রাষ্ট্রনীতিকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে।
সমালোচকেরা বলছেন, এটি ভোটবাক্সে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীকে খুশি করার জন্য নিছক কৌশলগত পদক্ষেপ।
অন্যদিকে বিজেপির সমর্থকেরা বলছেন, ন্যায়বিচার করা হলো সেই সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে, যারা প্রতিবেশী দেশে বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার হয়েছে। তাদের স্বপ্ন পূরণের পথ খুলে দেওয়া হলো।
যদিও বাস্তবে দেখা যাচ্ছে, এই সিদ্ধান্তে উপকৃত হবেন মূলত সেই সব সম্প্রদায়ের মানুষ, যাদের বিজেপি দীর্ঘদিন ধরে নিজেদের রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করছে। বিশেষত মতুয়া সমাজের মতো জনগোষ্ঠী; পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে যারা অত্যন্ত প্রভাবশালী।
বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, এই সুযোগ কি মানবিক, নাকি নিছক ‘রাজনৈতিক মানবাধিকারের’ নামে বিজেপি হিন্দুত্ববাদী কৌশল বাস্তবায়ন করছে?
ভবিষ্যতে এর প্রভাব ভারতীয় রাজনীতির মানচিত্রে কেমন পড়বে, সেটিই এখন আলোচ্য বিষয়।
আরও খবর পড়ুন:

ভারতের কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়মে বড় পরিবর্তন ঘোষণা করেছে। বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে প্রবেশ করেছেন এবং যাঁদের বৈধ পাসপোর্ট-ভিসা কিংবা কাগজপত্র নেই বা থাকলেও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তাঁরা এবার কাগজ ছাড়াই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য, যা কার্যত ২০১৪ সালের নির্ধারিত সীমাকে বাড়িয়ে দিয়ে এক নতুন দিকের উন্মোচন করল।
এর ফলে বিপুলসংখ্যক অনুপ্রবেশকারী জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবেন—এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।
এই পরিবর্তনকে শুধু প্রশাসনিক নির্দেশিকা হিসেবে দেখা হচ্ছে না, বরং বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ধরা হচ্ছে। কারণ একদিকে এই পরিবর্তনের মাধ্যমে অমুসলিম জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হচ্ছে, অন্যদিকে সংবিধানের মৌলিক অধিকারে সমতার ধারা নিয়ে প্রশ্ন উঠছে।
বিরোধীরা বলছে, বিজেপি চাইছে ধর্মকে ভিত্তি করে দেশকে ধাপে ধাপে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে এবং সেই লক্ষ্যেই ভোটের আগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। কারণ এরা সরাসরি এই আইনের আওতায় আসবেন।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল প্রশাসনিক সুবিধা নয়, বরং ভোটের কৌশল, যাতে বিজেপি নিজেদের স্থায়ী ভোট ব্যাংক তৈরি করতে পারে।
বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে অমুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্য।
আসামের ছাত্র সংগঠন আসু এরই মধ্যে এই নতুন নির্দেশনার বিরোধিতা করেছে।
তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে ১৯৭১ সালের আসাম চুক্তির শর্ত ভঙ্গ করা হচ্ছে। চুক্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যে কেউ আসামে প্রবেশ করলে তিনি বৈধ হবেন না। ধর্ম-নির্বিশেষে বিজেপির এই পদক্ষেপে সেই ঐতিহাসিক চুক্তিকে অমান্য করছে এবং আসামে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ধর্মভিত্তিক বৈধতা সংবিধানের অনুচ্ছেদ ১৪-এর সঙ্গে সাংঘর্ষিক। ফলে এটি নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু হলে আশ্চর্যের কিছুই থাকবে না।
তবে বিজেপি মনে করছে, সংবিধানকে পাশ কাটিয়ে এই পদক্ষেপের মাধ্যমে তারা হিন্দু শরণার্থী গোষ্ঠীর মন জয় করতে পারবে এবং সেটিই তাদের নির্বাচনী কৌশলের মূল লক্ষ্য।
বিরোধী শিবির মনে করছে, বিজেপি মূলত নির্বাচনের আগে সংখ্যালঘু বিরোধী উগ্র হিন্দুত্ববাদী কার্ড খেলতে চাইছে, যা একদিকে হিন্দু ভোটকে একত্র করবে; অন্যদিকে দেশকে আরও বিভক্ত করবে।
সমাজবিজ্ঞানীরা মনে করছেন, নাগরিকত্বের প্রশ্নকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাগ করে দেওয়া হলে সমাজে বৈষম্য বাড়বে, সাম্প্রদায়িক বিভাজন গভীর হবে এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি রাষ্ট্রনীতিকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে।
সমালোচকেরা বলছেন, এটি ভোটবাক্সে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীকে খুশি করার জন্য নিছক কৌশলগত পদক্ষেপ।
অন্যদিকে বিজেপির সমর্থকেরা বলছেন, ন্যায়বিচার করা হলো সেই সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে, যারা প্রতিবেশী দেশে বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার হয়েছে। তাদের স্বপ্ন পূরণের পথ খুলে দেওয়া হলো।
যদিও বাস্তবে দেখা যাচ্ছে, এই সিদ্ধান্তে উপকৃত হবেন মূলত সেই সব সম্প্রদায়ের মানুষ, যাদের বিজেপি দীর্ঘদিন ধরে নিজেদের রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করছে। বিশেষত মতুয়া সমাজের মতো জনগোষ্ঠী; পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে যারা অত্যন্ত প্রভাবশালী।
বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, এই সুযোগ কি মানবিক, নাকি নিছক ‘রাজনৈতিক মানবাধিকারের’ নামে বিজেপি হিন্দুত্ববাদী কৌশল বাস্তবায়ন করছে?
ভবিষ্যতে এর প্রভাব ভারতীয় রাজনীতির মানচিত্রে কেমন পড়বে, সেটিই এখন আলোচ্য বিষয়।
আরও খবর পড়ুন:

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৭ ঘণ্টা আগে