আজকের পত্রিকা ডেস্ক

মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ই-২৩৮৭তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিক তাঁকে চড় মেরে বসেন। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হোসেন আহমেদ। গত চার দিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর গতকাল শনিবার তাঁর সন্ধান মিলেছে। কলকাতা থেকে ৮০০ কিলোমিটার দূরে আসামের বরপেটা রেলস্টেশন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ও অত্যন্ত ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তাঁকে।
নিখোঁজ ব্যক্তি হোসেন আহমেদ মজুমদার (৩২) আসামের কাছাড় জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন হোটেলকর্মী। মুম্বাইয়ে কাজ করেন তিনি। গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-এ মুম্বাই থেকে শিলচরের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে ট্রানজিট ছিল কলকাতা। কলকাতা বিমানবন্দরে রাত কাটিয়ে পরদিন তাঁর শিলচরগামী ফ্লাইটে ওঠার কথা ছিল।
কিন্তু বিমানে ওঠার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। উড়োজাহাজে প্যানিক অ্যাটাক হয় তাঁর। প্লেনের ক্রুরা তাঁকে কেবিনের মধ্যে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় হাফিজুল রহমান নামের এক সহযাত্রী সামনে এসে তাঁকে সবার সামনে চড় মেরে বসেন। বিমানের ভেতরেই এর ভিডিও ধারণ করেন অপর এক যাত্রী। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় কাঁপতে থাকা হোসেনের ওপর বিরক্ত হয়ে সপাটে থাপ্পড় মেরে বসেন ওই ব্যক্তি। তার অভিযোগ—হোসেন বাকিদের জন্য সমস্যা সৃষ্টি করছে।
বিমান কলকাতায় নামার পর হাফিজুল রহমানকে বিমানবন্দরে আটক করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।
শিলচর বিমানবন্দর থেকে হোসেনকে নিতে গিয়েছিল তাঁর পরিবার। তারা প্রথমে এ ঘটনার কিছুই জানত না। পরদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তারা। কিন্তু ঘটনার পর থেকেই হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর কাছাড় জেলার শিলচর থানায় একটি জিডি করে তাঁর পরিবার। জিডি করার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, কলকাতা থেকে আর কোনো ফ্লাইট ধরেননি তিনি। এমনকি বিমানবন্দর চত্বরেও তিনি ছিলেন না। এরপর শনিবার বিকেলে খবর আসে—বারপেটা রেলস্টেশনে এক যুবক অস্বাভাবিক অবস্থায় বসে আছেন, পরিচয় দিতে পারছেন না। পুলিশ গিয়ে নিশ্চিত হয়, তিনিই হোসেন আহমেদ মজুমদার।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ‘উনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। নিজের অবস্থান সম্পর্কে কিছুই পরিষ্কার বলতে পারছিলেন না। চিকিৎসা চলছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমানের আচরণকে ‘অমানবিক’ বলে অভিহিত করেন অনেকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ওই ব্যক্তিকে ইন্ডিগোর ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমানে এমন দুর্ব্যবহার একেবারেই বরদাশত করা হবে না।’

মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ই-২৩৮৭তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিক তাঁকে চড় মেরে বসেন। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হোসেন আহমেদ। গত চার দিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর গতকাল শনিবার তাঁর সন্ধান মিলেছে। কলকাতা থেকে ৮০০ কিলোমিটার দূরে আসামের বরপেটা রেলস্টেশন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ও অত্যন্ত ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তাঁকে।
নিখোঁজ ব্যক্তি হোসেন আহমেদ মজুমদার (৩২) আসামের কাছাড় জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন হোটেলকর্মী। মুম্বাইয়ে কাজ করেন তিনি। গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-এ মুম্বাই থেকে শিলচরের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে ট্রানজিট ছিল কলকাতা। কলকাতা বিমানবন্দরে রাত কাটিয়ে পরদিন তাঁর শিলচরগামী ফ্লাইটে ওঠার কথা ছিল।
কিন্তু বিমানে ওঠার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। উড়োজাহাজে প্যানিক অ্যাটাক হয় তাঁর। প্লেনের ক্রুরা তাঁকে কেবিনের মধ্যে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় হাফিজুল রহমান নামের এক সহযাত্রী সামনে এসে তাঁকে সবার সামনে চড় মেরে বসেন। বিমানের ভেতরেই এর ভিডিও ধারণ করেন অপর এক যাত্রী। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় কাঁপতে থাকা হোসেনের ওপর বিরক্ত হয়ে সপাটে থাপ্পড় মেরে বসেন ওই ব্যক্তি। তার অভিযোগ—হোসেন বাকিদের জন্য সমস্যা সৃষ্টি করছে।
বিমান কলকাতায় নামার পর হাফিজুল রহমানকে বিমানবন্দরে আটক করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।
শিলচর বিমানবন্দর থেকে হোসেনকে নিতে গিয়েছিল তাঁর পরিবার। তারা প্রথমে এ ঘটনার কিছুই জানত না। পরদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তারা। কিন্তু ঘটনার পর থেকেই হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর কাছাড় জেলার শিলচর থানায় একটি জিডি করে তাঁর পরিবার। জিডি করার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, কলকাতা থেকে আর কোনো ফ্লাইট ধরেননি তিনি। এমনকি বিমানবন্দর চত্বরেও তিনি ছিলেন না। এরপর শনিবার বিকেলে খবর আসে—বারপেটা রেলস্টেশনে এক যুবক অস্বাভাবিক অবস্থায় বসে আছেন, পরিচয় দিতে পারছেন না। পুলিশ গিয়ে নিশ্চিত হয়, তিনিই হোসেন আহমেদ মজুমদার।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ‘উনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। নিজের অবস্থান সম্পর্কে কিছুই পরিষ্কার বলতে পারছিলেন না। চিকিৎসা চলছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমানের আচরণকে ‘অমানবিক’ বলে অভিহিত করেন অনেকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ওই ব্যক্তিকে ইন্ডিগোর ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমানে এমন দুর্ব্যবহার একেবারেই বরদাশত করা হবে না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৪ ঘণ্টা আগে