
সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের এই খসড়া প্রস্তাবসংক্রান্ত ভোটাভুটি গোপন ব্যালটে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১০৭ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে ভোটাভুটি প্রকাশ্যে হবে, গোপন ব্যালটে নয়। বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, এই ভোটাভুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সাধারণ পরিষদে মাত্র ১৩টি দেশ প্রকাশ্যে ভোট দেওয়ার বিরোধিতা করেছে। অন্য ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় ইউক্রেনের সমর্থনে কথা বলার। নিরপেক্ষ থাকার সময় নয় এখন। জাতিসংঘ সনদের মূল নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।’
রাশিয়া গত মাসে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অনুরূপ প্রস্তাবে ভেটো দিয়েছে। সাধারণ পরিষদের প্রায় তিন-চতুর্থাংশ মস্কোকে তিরস্কার করেছে।
গতকাল সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর কথাও বলা হয়েছে খসড়া প্রস্তাবে।
সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া। ইউক্রেন ও এর মিত্ররা এই গণভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক বলে নিন্দা করেছে।
এই সপ্তাহের শেষের দিকে জাতিসংঘের ভোটাভুটির খসড়া প্রস্তাবে রাষ্ট্রগুলোকে রাশিয়ার পদক্ষেপকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের এই খসড়া প্রস্তাবসংক্রান্ত ভোটাভুটি গোপন ব্যালটে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১০৭ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে ভোটাভুটি প্রকাশ্যে হবে, গোপন ব্যালটে নয়। বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, এই ভোটাভুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সাধারণ পরিষদে মাত্র ১৩টি দেশ প্রকাশ্যে ভোট দেওয়ার বিরোধিতা করেছে। অন্য ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় ইউক্রেনের সমর্থনে কথা বলার। নিরপেক্ষ থাকার সময় নয় এখন। জাতিসংঘ সনদের মূল নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।’
রাশিয়া গত মাসে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অনুরূপ প্রস্তাবে ভেটো দিয়েছে। সাধারণ পরিষদের প্রায় তিন-চতুর্থাংশ মস্কোকে তিরস্কার করেছে।
গতকাল সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর কথাও বলা হয়েছে খসড়া প্রস্তাবে।
সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া। ইউক্রেন ও এর মিত্ররা এই গণভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক বলে নিন্দা করেছে।
এই সপ্তাহের শেষের দিকে জাতিসংঘের ভোটাভুটির খসড়া প্রস্তাবে রাষ্ট্রগুলোকে রাশিয়ার পদক্ষেপকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্নিশ্চিত করতে বলা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
৩৬ মিনিট আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৪ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৫ ঘণ্টা আগে