আজকের পত্রিকা ডেস্ক

ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ২০২৪ সালের জুলাইয়ে বাটলার র্যালিতে হওয়া হামলার ফুটেজ ও তাঁর রক্তাক্ত ছবি প্রচার করে এক ভয়াবহ হুমকি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। সম্প্রচারের সময় স্ক্রিনে ভেসে ওঠে একটি বাক্য—এবার আর টার্গেট মিস হবে না (This time, the bullet won’t miss)।
১২ মিনিট আগে
মাদুরোকে আটকের পর আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তবে এই আলোচনার আবহের মধ্যেই ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার তেল বহনকারী একটি জাহাজ জব্দের খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
২ ঘণ্টা আগে