
যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সহায়তার জন্য ৪১০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া মানুষদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য আজ বুধবার এ অর্থ বরাদ্দ চেয়েছে সংস্থাটি।
সুদানে সশস্ত্র বাহিনী ও এর সংসদীয় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দশ মাস ধরে চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ভেঙে পড়েছে। এর কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেক মানুষেরই, যা প্রায় ২ কোটি ৫০ লাখ, মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন। ১৫ লাখেরও বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
তীব্র যুদ্ধ পরিস্থিতি দেশটির পানি সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রায় চার ভাগের তিন ভাগ স্বাস্থ্যকেন্দ্রই অকেজো হয়ে পড়েছে।
একই সঙ্গে দেশটিতে কলেরা, হাম ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ক্রমে বেড়ে চলা অপুষ্টির হার এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্মিত জমজম শরণার্থীশিবিরে প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন শিশু মারা যাচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ব্যাপকতার মধ্যে এ যুদ্ধটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুরক্ষা এবং বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।
আজ বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যৌথ আবেদনে মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় ১ কোটি ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২৭০ কোটি ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সুদানের আশপাশের পাঁচ দেশের ২৭ লাখ মানুষের জন্য ১৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘দশ মাসের সংঘাত সুদানের মানুষের কাছ থেকে তাঁদের নিরাপত্তা, বাড়িঘর ও তাঁদের জীবিকা কেড়ে নিয়েছে। কিন্তু গত বছরের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্ধেকেরও কম অর্থায়ন করা হয়েছিল। এই বছর আমাদের অবশ্যই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।’

যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সহায়তার জন্য ৪১০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া মানুষদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য আজ বুধবার এ অর্থ বরাদ্দ চেয়েছে সংস্থাটি।
সুদানে সশস্ত্র বাহিনী ও এর সংসদীয় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দশ মাস ধরে চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ভেঙে পড়েছে। এর কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেক মানুষেরই, যা প্রায় ২ কোটি ৫০ লাখ, মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন। ১৫ লাখেরও বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
তীব্র যুদ্ধ পরিস্থিতি দেশটির পানি সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রায় চার ভাগের তিন ভাগ স্বাস্থ্যকেন্দ্রই অকেজো হয়ে পড়েছে।
একই সঙ্গে দেশটিতে কলেরা, হাম ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ক্রমে বেড়ে চলা অপুষ্টির হার এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্মিত জমজম শরণার্থীশিবিরে প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন শিশু মারা যাচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ব্যাপকতার মধ্যে এ যুদ্ধটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুরক্ষা এবং বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।
আজ বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যৌথ আবেদনে মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় ১ কোটি ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২৭০ কোটি ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সুদানের আশপাশের পাঁচ দেশের ২৭ লাখ মানুষের জন্য ১৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘দশ মাসের সংঘাত সুদানের মানুষের কাছ থেকে তাঁদের নিরাপত্তা, বাড়িঘর ও তাঁদের জীবিকা কেড়ে নিয়েছে। কিন্তু গত বছরের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্ধেকেরও কম অর্থায়ন করা হয়েছিল। এই বছর আমাদের অবশ্যই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে