Ajker Patrika

সুদানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত ৩৮

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ১৪
সুদানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত ৩৮

গত ২৫ অক্টোবর সুদানে সেনা অভ্যুত্থানের পর থেকে চলা বিক্ষোভে এ পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গতকাল বুধবারই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন ১৪ জন। গতকাল বিক্ষোভকারীরা রাজধানী খার্তুম এবং বাহরি ও ওমদুরমানে নামে দুটি শহরে মিছিল করে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভের সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার গ্যাস ছোড়েন। এর আগে দিনের শুরুতে শহরের মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে বিক্ষোভে গুলি ছোড়ার কথা অস্বীকার করে দেশটির পুলিশ বলছে, মৃত্যুর বিষয়ে তদন্ত করা হবে। 

ডক্টরস ইউনিয়ন বলছে, হতাহতদের মধ্যে অধিকাংশের মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছে। 

এক বিবৃতিতে সুদানের ডাক্তারদের কেন্দ্রীয় কমিটি (সিসিএসডি) বলেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সরাসরি গুলি ছুড়েছে নিরাপত্তাবাহিনী। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাজধানী খার্তুমের হাসপাতাল থেকে আহতদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। 

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষদের ওপর গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। 
 
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দেশটির ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। তিনি প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী এবং বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত