
নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
২ ঘণ্টা আগে