
নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৫ ঘণ্টা আগে