
নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।
জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ-সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তাঁরা এই তথ্য
২ ঘণ্টা আগে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
৪ ঘণ্টা আগে