
নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।

নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে