
প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন কেনিয়ার রাজনীতি পোড় খাওয়া বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গা। স্থানীয় সময় শনিবার পর্যন্ত গণনাকৃত ভোটের ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিনি এগিয়ে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের ফলাফলে ওডিঙ্গার প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলেছেন। এখন পর্যন্ত গণনা করা হয়েছে ২৬ শতাংশ ভোট। সেখানে ওডিঙ্গা পেয়েছেন ৫৪ শতাংশ ভোট এবং রুটো পেয়েছেন ৪৫ শতাংশ। কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির গণনাকেন্দ্রের বাইরের বড় একটি ডিজিটাল স্ক্রিনে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্থানীয় নির্বাচন শুরু হয়। তবে পূর্ব আফ্রিকার অন্যতম সম্পদশালী এই দেশটিতে বেশ ভালোভাবেই গণতন্ত্র অনুশীলন করা হয় এবং দেশটির জনগণ প্রেসিডেন্ট নির্বাচনকে একটি উৎসব হিসেবেই বিবেচনা করেন।
বিশ্লেষকদের ধারণা, এখন অবধি প্রাপ্ত ফলাফল থেকে এটি স্পষ্ট যে—ওডিঙ্গা এগিয়ে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে দুই প্রার্থীর মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী কেনিয়াত্তার সঙ্গে ভালো সম্পর্ক নেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর। এই নির্বাচনে উহুরু কেনিয়াত্তা ওডিঙ্গাকেই সমর্থন দিচ্ছেন।
এদিকে, সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় বেশি সময় নেওয়ায় সাধারণ জনগণের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াফুলা শেবুকাটি দেরি হওয়ার কারণ হিসেবে প্রার্থীদের এজেন্টদের দোষারোপ করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন কেনিয়ার রাজনীতি পোড় খাওয়া বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গা। স্থানীয় সময় শনিবার পর্যন্ত গণনাকৃত ভোটের ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিনি এগিয়ে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের ফলাফলে ওডিঙ্গার প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলেছেন। এখন পর্যন্ত গণনা করা হয়েছে ২৬ শতাংশ ভোট। সেখানে ওডিঙ্গা পেয়েছেন ৫৪ শতাংশ ভোট এবং রুটো পেয়েছেন ৪৫ শতাংশ। কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির গণনাকেন্দ্রের বাইরের বড় একটি ডিজিটাল স্ক্রিনে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্থানীয় নির্বাচন শুরু হয়। তবে পূর্ব আফ্রিকার অন্যতম সম্পদশালী এই দেশটিতে বেশ ভালোভাবেই গণতন্ত্র অনুশীলন করা হয় এবং দেশটির জনগণ প্রেসিডেন্ট নির্বাচনকে একটি উৎসব হিসেবেই বিবেচনা করেন।
বিশ্লেষকদের ধারণা, এখন অবধি প্রাপ্ত ফলাফল থেকে এটি স্পষ্ট যে—ওডিঙ্গা এগিয়ে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে দুই প্রার্থীর মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী কেনিয়াত্তার সঙ্গে ভালো সম্পর্ক নেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর। এই নির্বাচনে উহুরু কেনিয়াত্তা ওডিঙ্গাকেই সমর্থন দিচ্ছেন।
এদিকে, সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় বেশি সময় নেওয়ায় সাধারণ জনগণের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াফুলা শেবুকাটি দেরি হওয়ার কারণ হিসেবে প্রার্থীদের এজেন্টদের দোষারোপ করেছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে