
সুদানে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি এবং কাঁদানে গ্যাসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবনের সামনে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত বছরের ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হন ৯ জন এবং আহত হন অন্তত ৫০০ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের মধ্যেও শুক্রবার রাজধানী খার্তুমে ফের আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ নিন্দা জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমাতে ইন্টারনেট বিকল করে দেওয়া হয়েছে। আন্দোলন যেদিন বড় হয় সেদিনই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়।
আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, ‘আন্দোলনকারীরা টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানী খার্তুমে অবস্থান করছে। তারা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে।’
উল্লেখ্য, সুদানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৮ শিশুসহ ১২২ জন নিহত হয়েছেন।

সুদানে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি এবং কাঁদানে গ্যাসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবনের সামনে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত বছরের ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হন ৯ জন এবং আহত হন অন্তত ৫০০ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের মধ্যেও শুক্রবার রাজধানী খার্তুমে ফের আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ নিন্দা জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমাতে ইন্টারনেট বিকল করে দেওয়া হয়েছে। আন্দোলন যেদিন বড় হয় সেদিনই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়।
আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, ‘আন্দোলনকারীরা টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানী খার্তুমে অবস্থান করছে। তারা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে।’
উল্লেখ্য, সুদানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৮ শিশুসহ ১২২ জন নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৫ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৭ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৭ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৮ ঘণ্টা আগে