
করোনার প্রকোপ এখনো কমেনি। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এখনো লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। সতর্কতার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। ইউরোপের বাইরের দেশগুলোও ভ্রমণ নিষেধাজ্ঞার পথেই হাঁটছে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশ। এমন পরিস্থিতি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে দক্ষিণ আফ্রিকার। এতে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার শঙ্কা জেগেছে।
গতকাল রোববার এক বক্তব্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সমালোচনা করে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে কেবল এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। এছাড়া মহামারি মোকাবিলা এবং কাটিয়ে উঠতে আমাদের সক্ষমতাকেও এই সিদ্ধান্তের মাধ্যমে খাটো করা হয়েছে।’
ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক’ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ‘অনতিবিলম্বে এই ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
বিশ্বে টিকার যে বৈষম্য চলছে সেটি দূর করা জরুরি। করোনার ওমিক্রন ধরন সেই বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠার একটি সতর্ক বার্তা উল্লেখ করে সিরিল রামাফোসা বলেন, ‘সবাইকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত করোনার নতুন নতুন ধরন ঠেকানো যাবে না। দক্ষিণ আফ্রিকায় টিকার কোনো ঘাটতি নেই। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের।
উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়। গত দুই সপ্তাহে দেশটির গৌতেং প্রদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে গত শুক্রবার এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।

করোনার প্রকোপ এখনো কমেনি। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এখনো লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। সতর্কতার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। ইউরোপের বাইরের দেশগুলোও ভ্রমণ নিষেধাজ্ঞার পথেই হাঁটছে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশ। এমন পরিস্থিতি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে দক্ষিণ আফ্রিকার। এতে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার শঙ্কা জেগেছে।
গতকাল রোববার এক বক্তব্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সমালোচনা করে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে কেবল এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। এছাড়া মহামারি মোকাবিলা এবং কাটিয়ে উঠতে আমাদের সক্ষমতাকেও এই সিদ্ধান্তের মাধ্যমে খাটো করা হয়েছে।’
ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক’ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ‘অনতিবিলম্বে এই ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
বিশ্বে টিকার যে বৈষম্য চলছে সেটি দূর করা জরুরি। করোনার ওমিক্রন ধরন সেই বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠার একটি সতর্ক বার্তা উল্লেখ করে সিরিল রামাফোসা বলেন, ‘সবাইকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত করোনার নতুন নতুন ধরন ঠেকানো যাবে না। দক্ষিণ আফ্রিকায় টিকার কোনো ঘাটতি নেই। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের।
উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়। গত দুই সপ্তাহে দেশটির গৌতেং প্রদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে গত শুক্রবার এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে