
কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা আজ শুক্রবার ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। শহরের উপকণ্ঠে এখনো আকাশে কালো ধোঁয়া চোখে পড়ছে।
এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।
তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।
বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমবাকাসির পুলিশ কমান্ডার ওয়েসলি কিমেটোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে।
কেনিয়ার রেডক্রস বলেছে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া, ঘটনাস্থলেই ২৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা আজ শুক্রবার ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। শহরের উপকণ্ঠে এখনো আকাশে কালো ধোঁয়া চোখে পড়ছে।
এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।
তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।
বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমবাকাসির পুলিশ কমান্ডার ওয়েসলি কিমেটোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে।
কেনিয়ার রেডক্রস বলেছে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া, ঘটনাস্থলেই ২৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
১৯ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে