অনলাইন ডেস্ক
পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।
পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।
বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।
তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।
নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।
নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।
পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।
বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।
তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।
নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।
নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা থেকে প্রায় আট বছর আগে নিখোঁজ হওয়া এক তরুণীকে বাংলাদেশে খুঁজে পেয়েছেন ভারত ও বাংলাদেশের একদল হ্যাম রেডিও অপারেটর।
২ মিনিট আগেইউক্রেনের বিপক্ষে যুদ্ধে রাশিয়াকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করছে দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দাদের। তারা বলছে, পিয়ংইয়ং মস্কোকে ১ কোটি ২০ লাখেরও বেশি ১৫২ মিমি আর্টিলারি শেল সরবরাহ করেছে।
৩৮ মিনিট আগেইসরায়েলি বর্বরতার আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হলেন। গতকাল শনিবার উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আর গুলিতে নিহত হয়েছেন তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। যাদের মধ্যে ৩৪ জনই বিতর্ক
২ ঘণ্টা আগেসিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। তাঁর এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১১ ঘণ্টা আগে