
ঢাকা: গোমা শহর থেকে ছয় মাইল দূরে নাইরাগঙ্গো পর্বতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পাঁচ শর বেশি বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
ইউনিসেফের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখনো ১৭০ শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল অগ্ন্যুৎপাত শুরু হলে কঙ্গোর গোমার বাসিন্দারা পালাতে শুরু করেন। অনেকেই জীবন বাঁচাতে রুয়ান্ডা সীমানা পাড়ি দেন। ইউনিসেফ জানিয়েছে, গোমার পাঁচ হাজার বাসিন্দা রুয়ান্ডা সীমানা পাড়ি দিয়েছেন। গোমা শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিলেন ২৫ হাজার মানুষ।
গোমার বাসিন্দা এলিন বিচিকওয়েবো বলেন, সেদিনের ঘটনায় আমি ও আমার সন্তান পালাতে পারলেও, আমার মা-বাবা দুজনেই মারা গেছেন। অ্যালাম্বা সুতায়ে নামের আরেকজন বলেন, এখানকার লোকেরা এখন আতঙ্কিত এবং ক্ষুধার্ত। তাঁরা এখনো জানে না কোথায় গিয়ে উঠবে, কোথায় রাত কাটাবে।
সেদিনের অগ্ন্যুৎপাতের ভয়াবহতা নিয়ে কেরিন এমবালা নামে গোমার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।
শহরটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটির সরকার রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছিল। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেছিলেন, গোমা শহর খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা আসার আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।
সর্বশেষ ২০০২ সালে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময় প্রায় আড়াই শ মানুষ মারা গিয়েছিলেন, বাস্তুহারা হয়েছিলেন ১ লাখ ২০ হাজার।

ঢাকা: গোমা শহর থেকে ছয় মাইল দূরে নাইরাগঙ্গো পর্বতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পাঁচ শর বেশি বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
ইউনিসেফের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখনো ১৭০ শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল অগ্ন্যুৎপাত শুরু হলে কঙ্গোর গোমার বাসিন্দারা পালাতে শুরু করেন। অনেকেই জীবন বাঁচাতে রুয়ান্ডা সীমানা পাড়ি দেন। ইউনিসেফ জানিয়েছে, গোমার পাঁচ হাজার বাসিন্দা রুয়ান্ডা সীমানা পাড়ি দিয়েছেন। গোমা শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিলেন ২৫ হাজার মানুষ।
গোমার বাসিন্দা এলিন বিচিকওয়েবো বলেন, সেদিনের ঘটনায় আমি ও আমার সন্তান পালাতে পারলেও, আমার মা-বাবা দুজনেই মারা গেছেন। অ্যালাম্বা সুতায়ে নামের আরেকজন বলেন, এখানকার লোকেরা এখন আতঙ্কিত এবং ক্ষুধার্ত। তাঁরা এখনো জানে না কোথায় গিয়ে উঠবে, কোথায় রাত কাটাবে।
সেদিনের অগ্ন্যুৎপাতের ভয়াবহতা নিয়ে কেরিন এমবালা নামে গোমার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।
শহরটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটির সরকার রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছিল। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেছিলেন, গোমা শহর খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা আসার আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।
সর্বশেষ ২০০২ সালে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময় প্রায় আড়াই শ মানুষ মারা গিয়েছিলেন, বাস্তুহারা হয়েছিলেন ১ লাখ ২০ হাজার।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে