দেশে নারী স্বাস্থ্যের বিষয়টি এখনো অবহেলিত। অনেক পরিবারেই নারীকে প্রজনন স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালে যেতে স্বামী বা শাশুড়ির অনুমতি নিতে হয়। নারী স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য নিয়ে শিক্ষিতদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে পাঠ্যক্রমে প্রজনন স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু শিক্ষকদের মধ্যে অনেকেই প্রজনন স্বাস্থ্য নিয়ে পড়াতে সংকোচ বোধ করেন।
বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের (বিডব্লিউএইচসি) চার দশক পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার কর্মকর্তারা। সংস্থাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে নারীস্বাস্থ্য নিয়ে কাজ করছে।
সংস্থার নির্বাহী পরিচালক শরিফ মোস্তফা হেলাল বলেন, ‘স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কিন্তু অনেক জায়গায়ই আমরা শুনেছি, শিক্ষকেরা শিক্ষার্থীদের বলেন ওই চ্যাপ্টারগুলো বাসায় পড়ে নিতে। যেসব জায়গায় শিক্ষক নারী এবং শিক্ষার্থীদের সবাই কিশোরী, সেসব ক্ষেত্রেও এমনটা করা হয়। অর্থাৎ শিক্ষকেরা এ বিষয়গুলো পড়াতে সংকোচ বোধ করেন। শিক্ষকদের এই সংকোচ কাটাতে হবে।’
বক্তারা জানান, প্রসবজনিত রোগ ফিস্টুলা নারীদের একটি জটিল সমস্যা। সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে অনেক নারীই এই রোগে আক্রান্ত হন। মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতন হলে ফিস্টুলার মতো অনেক জটিল অসুখ এড়ানো সম্ভব।
সংস্থার সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘মা হওয়াটা নারীর দুর্বলতা নয়, শক্তি। গর্ভবতী অবস্থায় সঠিক চিকিৎসা পাওয়া নারীর অধিকার। মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমরা চাই, আর একজন নারীকেও যেন সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করতে না হয়।’
বিডব্লিউএইচসি ৪২ বছর ধরে নারীস্বাস্থ্য নিয়ে কাজ করছে। ১৯৮০ সালের ১ এপ্রিল সুবিধাবঞ্চিত নারীদের সেবা দেওয়ার মধ্য দিয়ে সংস্থাটির যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে বিডব্লিউএইচসির নেতারা সংস্থাটির ৪২ বছরের কার্যক্রম, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, ৪২ বছরে বিডব্লিউএইচসি ৭ কোটির বেশি নারীকে স্বাস্থ্য সেবা প্রদান ও সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলেছে। এ সময়ে ৯২টি প্রকল্পের কাজ হয়েছে।
সংস্থার সহসভাপতি জাহানারা সাদেক বলেন, ‘১৯৮৪ সালে আমরা প্রথম নারীদের এমআর (মাসিক নিয়মিতকরণ) সেবা দেওয়া শুরু করি। সে সময় পরিবার পরিকল্পনার বিষয়টি একরকম নিষিদ্ধই ছিল। ২ লাখ ৪২ হাজার ৭৫৪ জন নারীকে আমরা এই সেবা দিয়েছি।’
স্বাস্থ্যসেবার পাশাপাশি নারীদের আইনগত বিষয়ে সচেতন করে তোলা এবং বাল্যবিবাহ দূরীকরণেও কাজ করছে বিডব্লিউএইচসি। সারা দেশে ১৫টি সেবা কেন্দ্রের মাধ্যমে এসব কাজ পরিচালনা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে দুই দশকের বেশি সময় ধরে। বাদুড় বা পাখির মাধ্যমে ছড়ানো নিপাহ ভাইরাস থেকে নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা কয়েক বছর ধরে খেজুরের কাঁচা রসপান এবং বাদুড় বা পাখির আধখাওয়া ফল না খাওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
৪ দিন আগে
দেশে এখনো বছরে নতুন করে ৩ হাজারের বেশি কুষ্ঠ রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এতে ২০৩০ সালের মধ্যে এ রোগের সংক্রমণ শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
৫ দিন আগে
বাংলাদেশের ৮২ লাখ মানুষ এক বা একাধিক ধরনের মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদক ব্যবহারকারীদের বড় একটি অংশ তরুণ। আর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ১৮ বছর বয়সের আগেই প্রথম মাদক গ্রহণ শুরু করে।
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে কোনো হাসপাতালের চিকিৎসকদের পার্কিং লটের দিকে তাকালে মনে হতে পারে যেন কোনো জার্মান বিলাসবহুল গাড়ির শোরুম। বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে বিশ্বের দামি সব ব্র্যান্ডের ভিড় সেখানে।
৭ দিন আগে