ডা. মোহাম্মদ আলী

কাঁধব্যথা বা ফ্রোজেন শোল্ডার ভীষণ যন্ত্রণাদায়ক। এই রোগে আক্রান্ত হাত বিশ্রামে রাখলে সাধারণত ব্যথা অনুভূত হয় না। কিন্তু ব্যথাতুর হাত দিয়ে কিছু ধরতে গেলে কাঁধে বিদ্যুৎ-চমকের মতো তীব্র ব্যথা অনুভূত হয়। তাতে অনেক রোগী রাতে ঘুমাতে পারে না। আক্রান্ত হাতের ওপর ভর দিয়ে ঘুমালে তীব্র ব্যথা শুরু হয়। একবার ব্যথা শুরু হলে আর থামতে চায় না। এমনকি ব্যথার ওষুধেও কাজ হয় না। গরম পানির সেঁক কিংবা মালিশ ইত্যাদিতেও আরাম হয় না।
ফ্রোজেন শোল্ডারের কারণ
» ডায়াবেটিস রোগ
» ভারী কাজ বা আঘাত
» সারভাইক্যাল স্পন্ডাইলোসিস রোগ
» হার্টে রিং পরানো
» ওপেন হার্ট সার্জারি
» অজ্ঞাত কারণ
চিকিৎসা
ডায়াবেটিস থাকলে ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন না দেওয়া ভালো। এতে ডায়াবেটিস বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে ব্যথা ভালো হয় না। দীর্ঘমেয়াদি থেরাপি ও ব্যায়াম এবং ম্যানিপুলেশনের সমন্বয়, অর্থাৎ আইপিএম এ ক্ষেত্রে কার্যকর। অনেক ক্ষেত্রে ইলেকট্রোথেরাপিতে সাময়িক আরাম পাওয়া যায়। তবে চিকিৎসাক্ষেত্রে রোগীকে ধৈর্য ধরতে হবে। মনে রাখতে হবে, ফ্রোজেন শোল্ডারের ব্যথা নিমেষে দূর করা সম্ভব নয়। পুরোপুরি ব্যথা ভালো হতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে।
পরামর্শ
ডায়াবেটিসের রোগীরা কাঁধের ব্যথার ব্যাপারে খুব সজাগ থাকুন। যাত্রাপথে গাড়িতে বা বাসায় কোনো কাজ করতে গিয়ে হাতে ঝাঁকুনি খেলে বা আঘাত পেলে এবং এক সপ্তাহের মধ্যে হালকা ব্যথা অনুভব করলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আইপিএম চিকিৎসা শুরু করে দিন। যত দ্রুত চিকিৎসা শুরু করবেন, তত দ্রুত খরচ ও
চিকিৎসার দীর্ঘসূত্রতা কমবে।
পরামর্শ দিয়েছেন: ডা. মোহাম্মদ আলী, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা, ঢাকা

কাঁধব্যথা বা ফ্রোজেন শোল্ডার ভীষণ যন্ত্রণাদায়ক। এই রোগে আক্রান্ত হাত বিশ্রামে রাখলে সাধারণত ব্যথা অনুভূত হয় না। কিন্তু ব্যথাতুর হাত দিয়ে কিছু ধরতে গেলে কাঁধে বিদ্যুৎ-চমকের মতো তীব্র ব্যথা অনুভূত হয়। তাতে অনেক রোগী রাতে ঘুমাতে পারে না। আক্রান্ত হাতের ওপর ভর দিয়ে ঘুমালে তীব্র ব্যথা শুরু হয়। একবার ব্যথা শুরু হলে আর থামতে চায় না। এমনকি ব্যথার ওষুধেও কাজ হয় না। গরম পানির সেঁক কিংবা মালিশ ইত্যাদিতেও আরাম হয় না।
ফ্রোজেন শোল্ডারের কারণ
» ডায়াবেটিস রোগ
» ভারী কাজ বা আঘাত
» সারভাইক্যাল স্পন্ডাইলোসিস রোগ
» হার্টে রিং পরানো
» ওপেন হার্ট সার্জারি
» অজ্ঞাত কারণ
চিকিৎসা
ডায়াবেটিস থাকলে ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন না দেওয়া ভালো। এতে ডায়াবেটিস বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে ব্যথা ভালো হয় না। দীর্ঘমেয়াদি থেরাপি ও ব্যায়াম এবং ম্যানিপুলেশনের সমন্বয়, অর্থাৎ আইপিএম এ ক্ষেত্রে কার্যকর। অনেক ক্ষেত্রে ইলেকট্রোথেরাপিতে সাময়িক আরাম পাওয়া যায়। তবে চিকিৎসাক্ষেত্রে রোগীকে ধৈর্য ধরতে হবে। মনে রাখতে হবে, ফ্রোজেন শোল্ডারের ব্যথা নিমেষে দূর করা সম্ভব নয়। পুরোপুরি ব্যথা ভালো হতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে।
পরামর্শ
ডায়াবেটিসের রোগীরা কাঁধের ব্যথার ব্যাপারে খুব সজাগ থাকুন। যাত্রাপথে গাড়িতে বা বাসায় কোনো কাজ করতে গিয়ে হাতে ঝাঁকুনি খেলে বা আঘাত পেলে এবং এক সপ্তাহের মধ্যে হালকা ব্যথা অনুভব করলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আইপিএম চিকিৎসা শুরু করে দিন। যত দ্রুত চিকিৎসা শুরু করবেন, তত দ্রুত খরচ ও
চিকিৎসার দীর্ঘসূত্রতা কমবে।
পরামর্শ দিয়েছেন: ডা. মোহাম্মদ আলী, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা, ঢাকা

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে