Ajker Patrika

ব্রণকে বিদায়

রিক্তা রিচি
ব্রণকে বিদায়

ব্রণ ত্বকের সৌন্দর্যকে ম্লান করে দেয়। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণ হয়। মুখ ভালোভাবে পরিষ্কার না করলেও ব্রণ হয়। কিন্তু ব্রণ হয়ে গেলে কি করণীয়, কীভাবে যত্ন নিলে ব্রণ দূর হবে তা অনেকেই জানে না। যার কারণে বাজারের বিভিন্ন ক্রিম ব্যবহার করে। এতে ত্বকের ক্ষতি হয়।

ঘরোয়া কিছু উপায়ে ব্রণ দূর করা যায়। এতে বাড়তি খরচ হবে না। ত্বকও ভালো থাকবে।

চলুন জেনে নিই কিভাবে ঘরোয়া উপায়ে ব্রণ দূর করবেন :

  • ব্রণ দূর করতে সাহায্য করে লেবু ও শসার রস। সমপরিমাণ লেবু ও শসার রস একত্রে মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের পাশাপাশি দাগও দূর করবে।
  • মুখের যেসব জায়গায় ব্রণ আছে, সেখানে দুধ ও লেবুর রস লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে উপকার পাবেন।
  • ব্রণ দূর করতে সাহায্য করে টি ট্রি অয়েল। যে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন, তাতে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। টি ট্রি অয়েল হোয়াইডহেডস, ব্ল্যাকহেডস কমাতেও সাহায্য করে।
  • ব্রণ ও এর লালচেভাব কমাতে ব্রণের ওপর বরফ ঘষুন। বরফ সংক্রমণ কমায়।
  • আপেল সাইডার ভিনেগারও ব্রণ কমাতে কাজ করে। এর রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা। এক ভাগ ভিনেগারের সঙ্গে খানিকটা পানি মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন। উপকার পাবেন।
  • ব্রণ দূর করতে, ত্বককে টানটান করতে এবং পোর মিনিমাইজ করতে ডিমের সাদা অংশ কাজ করে। ডিমের সাদা অংশের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অল্প দিনেই ব্রণ দূর হয়ে যাবে।
  • আপনার যদি লেবুর রসে অ্যালার্জি না থাকে, তাহলে লেবুর রস পুরো মুখে লাগিয়ে অপেক্ষা করুন। ত্বক টানটান হয়ে এলে ধুয়ে ফেলুন। লেবুতে থাকা বিভিন্ন উপকারী উপাদান ও এসিড ব্রণ কমাতে কাজ করে।
  • ব্রণ ও ব্রণের কালো দাগ দূর করতে হলুদ ভালো কাজ করে। এক চামচ হলুদ গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত