
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্না ও জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার মিশ্র ব্যবহারেরও অনুমোদন দিয়েছে এফডিএ। গতকাল বুধবার বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের এই অনুমোদন দেয় এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্পূর্ণ টিকা দেওয়া কিছু জনগণের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই করোনার বিরুদ্ধে অব্যাহত সুরক্ষার জন্য বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন পাওয়া এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত সপ্তাহে, এফডিএর একটি উপদেষ্টা প্যানেল মডার্না টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করে। এ ছাড়া বুস্টার হিসেবে প্রথম ডোজ নেওয়ার কমপক্ষে দুই মাস পর জনসনের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে উপদেষ্টা প্যানেল।
এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও লক্ষ লক্ষ লোকের জন্য অতিরিক্ত সুরক্ষা পাওয়ার পথ তৈরি করেছে। এর ফলে করোনার ডেলটা ভ্যারিয়েন্টসহ অন্যান্য ভ্যারিয়েন্টের সংক্রমণের ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দেবে মডার্না ও জনসনের বুস্টার ডোজ।
এর আগে এফডিএ ৬৫ বছর বা তাঁর বেশি বয়সের মানুষের সুরক্ষা বৃদ্ধি এবং যাঁরা গুরুতর রোগের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দেয়। এ ছাড়া যাঁরা তাঁদের কাজের মাধ্যমে করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন, তাঁদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়।
তবে এফডিএ বুস্টার ডোজ নেওয়ার বয়স এখনো কমানোর ঘোষণা দেয়নি। কিন্তু তারা বুস্টার ডোজ গ্রহণের বয়স কমিয়ে ৪০ বছর করার ব্যাপারে চিন্তা করছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্না ও জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার মিশ্র ব্যবহারেরও অনুমোদন দিয়েছে এফডিএ। গতকাল বুধবার বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের এই অনুমোদন দেয় এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্পূর্ণ টিকা দেওয়া কিছু জনগণের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই করোনার বিরুদ্ধে অব্যাহত সুরক্ষার জন্য বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন পাওয়া এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত সপ্তাহে, এফডিএর একটি উপদেষ্টা প্যানেল মডার্না টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করে। এ ছাড়া বুস্টার হিসেবে প্রথম ডোজ নেওয়ার কমপক্ষে দুই মাস পর জনসনের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে উপদেষ্টা প্যানেল।
এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও লক্ষ লক্ষ লোকের জন্য অতিরিক্ত সুরক্ষা পাওয়ার পথ তৈরি করেছে। এর ফলে করোনার ডেলটা ভ্যারিয়েন্টসহ অন্যান্য ভ্যারিয়েন্টের সংক্রমণের ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দেবে মডার্না ও জনসনের বুস্টার ডোজ।
এর আগে এফডিএ ৬৫ বছর বা তাঁর বেশি বয়সের মানুষের সুরক্ষা বৃদ্ধি এবং যাঁরা গুরুতর রোগের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দেয়। এ ছাড়া যাঁরা তাঁদের কাজের মাধ্যমে করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন, তাঁদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়।
তবে এফডিএ বুস্টার ডোজ নেওয়ার বয়স এখনো কমানোর ঘোষণা দেয়নি। কিন্তু তারা বুস্টার ডোজ গ্রহণের বয়স কমিয়ে ৪০ বছর করার ব্যাপারে চিন্তা করছে।

পরিমিত ঘুমাচ্ছেন, খাবারেরও নেই সমস্যা তবুও যেন ক্লান্তি পিছু ছাড়ে না। বসা থেকে উঠতেই মাথা চক্কর দেওয়ার অনুভূতি হয়। কিছুটা সিঁড়ি বেয়ে উঠলে বা পরিশ্রমের কাজ করলে নিশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। পরিচিত লাগছে এসব সমস্যা? যদি এসব সমস্যায় ভুগে থাকেন তাহলে ভাবনারই বিষয় বলা যায়।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৪ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৫ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৫ দিন আগে