ফ্যাক্টচেক ডেস্ক
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আদিবা নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রেখেছে—এমন দাবিতে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে দাবি করা হচ্ছে, আদিবা নামের ওই তরুণী নিখোঁজ আওয়ামী লীগ নেতারা মেয়ে।
এর মধ্যে ‘চট্ট মেট্রো-Chatta Metro’ নামের ফেসবুক পেজ থেকে গত ২৩ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে করা পোস্টটি বেশি ছড়িয়েছে। পোস্টে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘৭১ সালে যারা দেখে নাই মা বোনদের ইজ্জত কিভাবে লু’টয়েছে হায়না জ’ঙ্গির দল ২৪ সাল তাদের কে সুযোগ করে দিয়েছে। #চাঁদপুর_জেলার--মতলব দক্ষিণ উপজেলার, ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড সাং পাঁচদোনা গ্রামের সন্ত্রাসীরা ধর্ষন পরে হত্যা করে, আদিবার লাশ ফেলে দায় জঙ্গলে।’
আজ রোববার দুপুর ১টা পর্যন্ত ওই পোস্টে ৫৬৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৮৪ বার শেয়ার হয়েছে। এতে ৬৬টি কমেন্ট পড়েছে। কমেন্টে অনেকে সত্য ভেবে মন্তব্য করেছেন। মো. তিতুমীর বাবু (Md Titumir Babu) নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘এমন পোষ্ট দেখে খুব কষ্ট হচ্ছে, আমাদের দেশটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, দুঃখজনক।’
এ ছাড়া ‘গন জাগরণ’ নামে একটি পেজ থেকেও একই ছবি একই ক্যাপশনে ২৪ জানুয়ারি পোস্ট করা হয়েছে। Rubel Khan ও Anwar khan নামে দুটি অ্যাকাউন্ট এবং মুজিব সেনা নামে একটি পেজ থেকেও প্রায়ই একই ধরনের কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, আদিবা নামের ওই তরুণী নিখোঁজ আওয়ামী লীগ নেতার মেয়ে।
মাটিতে শোয়া সাদা কাপড়ে ঢাকা একজন নারীকে দেখা যাচ্ছে। দৃশ্যত মৃত বলে মনে হচ্ছে। তবে তাঁর মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। কাছ থেকে তোলা মুখের ছবিও জুড়ে দেওয়া হয়েছে। একটি অ্যাকাউন্ট ও একটি পেজে এই দুই ছবির পাশাপাশি ফ্রক পরা একটি শিশুর ছবিও কোলাজ করে দাবি করা হচ্ছে, এটি তাঁর ছোটবেলার ছবি।
কাছ থেকে তোলা মুখের ছবিটিরিভার্স ইমেজ সার্চ করে মান্ডি লাইভ (Mandi LIVE) নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। এই ছবির সঙ্গে সাদা টিশার্ট ও জিন্স প্যান্ট পরা এক তরুণীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবিটি গত ২৩ জানুয়ারি সকাল ৯টার দিকে পোস্ট করা হয়।
ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা রয়েছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফাররুখাবাদ জেলার ফতেহগড় শহরে নিশা নামে এক তরুণী প্রেমিকের হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২২ বছর বয়সী নিশার লাশ গত ২১ জানুয়ারি পাতিয়ালা–সাংরুর সড়কে ভাকরা খালে পাওয়া গেছে। ছবির ক্যাপশনে ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিতিয়া ফাউন্ডেশন ইন্ডিয়া (Bitiya Foundation INDIA) নামের ফেসবুক পেজেও একই তথ্যযুক্ত ছবিটি পাওয়া যায়। গত ২১ জানুয়ারি পোস্টটি করা হয়।
এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’–এ গত ২৩ জানুয়ারি একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে মান্ডি লাইভ (Mandi LIVE) নামে ফেসবুক পেজে পোস্ট করা টি–শার্ট ও জিন্স প্যান্ট পরা তরুণীর ছবিটিও যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালায় ভাকরা খালে ২২ বছর বয়সী নিশার মৃতদেহ পাওয়া গেছে। তাঁকে হত্যার অভিযোগে কথিত প্রেমিক যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই বিষয়ে হিন্দুস্তান টাইমসেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আদিবা নামের তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে— এমন দাবির সত্যতা জনতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ মতলব দক্ষিণ উপজেলায় আজকের পত্রিকার প্রতিনিধি শ্যামল চন্দ্র দাসের সঙ্গে যোগযোগ করে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সেখানে আদিবা নামের কোনো তরুণীকে ধর্ষণের পর হত্যার কোনো খবর পাওয়া যায়নি। তবে গত ২৩ জানুয়ারি আদিবা নামের ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শ্যামল চন্দ্র সেই শিশুর একটি ছবি পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টে যেই ছবিটি ধর্ষণের পর খুনের শিকার তরুণীর ছোটবেলার ছবি বলে দাবি করা হচ্ছে, আজকের পত্রিকার প্রতিনিধির পাঠানো ছবির শিশুটি একই।
আদিবা নামে শিশুর মরদেহ উদ্ধার নিয়ে গত ২৪ জানুয়ারি আজকের পত্রিকাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চাঁদপুরের মতলব দক্ষিণে আদিবা (৮) নামে শিশুটি নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ২৩ জানুয়ারি লাশ উদ্ধার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তরুণীর মৃতদেহের ছবিটি গত ২১ জানুয়ারি থেকে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই তরুণীর নাম নিশা। আর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৩ জানুয়ারি উদ্ধার করা হয় আদিবা নামের শিশুর মরদেহ। সুতরাং, দুই দেশের আলাদা ঘটনাকে একসূত্রে জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আদিবা নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রেখেছে—এমন দাবিতে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে দাবি করা হচ্ছে, আদিবা নামের ওই তরুণী নিখোঁজ আওয়ামী লীগ নেতারা মেয়ে।
এর মধ্যে ‘চট্ট মেট্রো-Chatta Metro’ নামের ফেসবুক পেজ থেকে গত ২৩ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে করা পোস্টটি বেশি ছড়িয়েছে। পোস্টে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘৭১ সালে যারা দেখে নাই মা বোনদের ইজ্জত কিভাবে লু’টয়েছে হায়না জ’ঙ্গির দল ২৪ সাল তাদের কে সুযোগ করে দিয়েছে। #চাঁদপুর_জেলার--মতলব দক্ষিণ উপজেলার, ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড সাং পাঁচদোনা গ্রামের সন্ত্রাসীরা ধর্ষন পরে হত্যা করে, আদিবার লাশ ফেলে দায় জঙ্গলে।’
আজ রোববার দুপুর ১টা পর্যন্ত ওই পোস্টে ৫৬৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৮৪ বার শেয়ার হয়েছে। এতে ৬৬টি কমেন্ট পড়েছে। কমেন্টে অনেকে সত্য ভেবে মন্তব্য করেছেন। মো. তিতুমীর বাবু (Md Titumir Babu) নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘এমন পোষ্ট দেখে খুব কষ্ট হচ্ছে, আমাদের দেশটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, দুঃখজনক।’
এ ছাড়া ‘গন জাগরণ’ নামে একটি পেজ থেকেও একই ছবি একই ক্যাপশনে ২৪ জানুয়ারি পোস্ট করা হয়েছে। Rubel Khan ও Anwar khan নামে দুটি অ্যাকাউন্ট এবং মুজিব সেনা নামে একটি পেজ থেকেও প্রায়ই একই ধরনের কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, আদিবা নামের ওই তরুণী নিখোঁজ আওয়ামী লীগ নেতার মেয়ে।
মাটিতে শোয়া সাদা কাপড়ে ঢাকা একজন নারীকে দেখা যাচ্ছে। দৃশ্যত মৃত বলে মনে হচ্ছে। তবে তাঁর মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। কাছ থেকে তোলা মুখের ছবিও জুড়ে দেওয়া হয়েছে। একটি অ্যাকাউন্ট ও একটি পেজে এই দুই ছবির পাশাপাশি ফ্রক পরা একটি শিশুর ছবিও কোলাজ করে দাবি করা হচ্ছে, এটি তাঁর ছোটবেলার ছবি।
কাছ থেকে তোলা মুখের ছবিটিরিভার্স ইমেজ সার্চ করে মান্ডি লাইভ (Mandi LIVE) নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। এই ছবির সঙ্গে সাদা টিশার্ট ও জিন্স প্যান্ট পরা এক তরুণীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবিটি গত ২৩ জানুয়ারি সকাল ৯টার দিকে পোস্ট করা হয়।
ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা রয়েছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফাররুখাবাদ জেলার ফতেহগড় শহরে নিশা নামে এক তরুণী প্রেমিকের হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২২ বছর বয়সী নিশার লাশ গত ২১ জানুয়ারি পাতিয়ালা–সাংরুর সড়কে ভাকরা খালে পাওয়া গেছে। ছবির ক্যাপশনে ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিতিয়া ফাউন্ডেশন ইন্ডিয়া (Bitiya Foundation INDIA) নামের ফেসবুক পেজেও একই তথ্যযুক্ত ছবিটি পাওয়া যায়। গত ২১ জানুয়ারি পোস্টটি করা হয়।
এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’–এ গত ২৩ জানুয়ারি একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে মান্ডি লাইভ (Mandi LIVE) নামে ফেসবুক পেজে পোস্ট করা টি–শার্ট ও জিন্স প্যান্ট পরা তরুণীর ছবিটিও যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালায় ভাকরা খালে ২২ বছর বয়সী নিশার মৃতদেহ পাওয়া গেছে। তাঁকে হত্যার অভিযোগে কথিত প্রেমিক যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই বিষয়ে হিন্দুস্তান টাইমসেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আদিবা নামের তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে— এমন দাবির সত্যতা জনতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ মতলব দক্ষিণ উপজেলায় আজকের পত্রিকার প্রতিনিধি শ্যামল চন্দ্র দাসের সঙ্গে যোগযোগ করে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সেখানে আদিবা নামের কোনো তরুণীকে ধর্ষণের পর হত্যার কোনো খবর পাওয়া যায়নি। তবে গত ২৩ জানুয়ারি আদিবা নামের ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শ্যামল চন্দ্র সেই শিশুর একটি ছবি পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টে যেই ছবিটি ধর্ষণের পর খুনের শিকার তরুণীর ছোটবেলার ছবি বলে দাবি করা হচ্ছে, আজকের পত্রিকার প্রতিনিধির পাঠানো ছবির শিশুটি একই।
আদিবা নামে শিশুর মরদেহ উদ্ধার নিয়ে গত ২৪ জানুয়ারি আজকের পত্রিকাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চাঁদপুরের মতলব দক্ষিণে আদিবা (৮) নামে শিশুটি নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ২৩ জানুয়ারি লাশ উদ্ধার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তরুণীর মৃতদেহের ছবিটি গত ২১ জানুয়ারি থেকে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই তরুণীর নাম নিশা। আর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৩ জানুয়ারি উদ্ধার করা হয় আদিবা নামের শিশুর মরদেহ। সুতরাং, দুই দেশের আলাদা ঘটনাকে একসূত্রে জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যা। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদেরও ব্রণ হতে পারে। এটি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করে। ব্রণ নিয়ে সমাজে একটি সাধারণ প্রচলিত আছে—এগুলো প্রায়শই সঠিক চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়। চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের..
২১ ঘণ্টা আগেইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২ দিন আগেইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩ দিন আগেভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই ফ্লাইট ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্য
৬ দিন আগে