ফ্যাক্টচেক ডেস্ক
চীনের তিব্বতে গত মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং অন্তত ১৮৮ জন আহত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তিব্বতের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশও ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তিব্বতে ভয়াবহ এই ভূমিকম্পের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিব্বতে ভয়াবহ ভূমিকম্প। নিহত-৯৮। রহম করুন আল্লাহ।’ একই ক্যাপশনে একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।
‘প্রতিদিন কুমিল্লা’ নামে একটি ফেসবুক গ্রুপে আজিজুল হাকিম রায়হান (Azizul Hakim Raihan) নামের একটি অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। পোস্টটিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে এবং এটি ২৯ হাজারের বেশি দেখা হয়েছে। এসব পোস্টে ভিডিওটি সত্য মনে করে অনেকে কমেন্ট করেছে। আরিনা জান্নাত (Arina Jannat) নামে অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ হেফাজত করুক সাবাই কে।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ইংরেজি ভাষায় প্রচারিত জাপানভিত্তিক সংবাদ মাধ্যম নিপ্পন টিভি নিউজ ২৪ জাপানের (Nippon TV News 24 Japan) ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত হয়। ভিডিও ধারণের তারিখ ২০২৪ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, জাপানের ইশিকাওয়া প্রশাসনিক এলাকার নোটো উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে একটি গাড়ির ড্যাশক্যামে মূহুর্তটি ধরা পড়ে।
এই সূত্রে আরও সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, জাপানে ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামির সৃষ্টি হয়। এই ঘটনায় সেসময় জাপানে অনেক ক্ষয়ক্ষতি হয়।
জাপানের সংবাদ মাধ্যম মাইনচির ওয়েবসাইট ও এনটিভির (NTV) ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারিতে জাপানে ভূমিকম্প আঘাত হানার। এই ঘটনাকে গত মঙ্গলবার তিব্বতে হওয়া ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
চীনের তিব্বতে গত মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং অন্তত ১৮৮ জন আহত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তিব্বতের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশও ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তিব্বতে ভয়াবহ এই ভূমিকম্পের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিব্বতে ভয়াবহ ভূমিকম্প। নিহত-৯৮। রহম করুন আল্লাহ।’ একই ক্যাপশনে একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।
‘প্রতিদিন কুমিল্লা’ নামে একটি ফেসবুক গ্রুপে আজিজুল হাকিম রায়হান (Azizul Hakim Raihan) নামের একটি অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। পোস্টটিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে এবং এটি ২৯ হাজারের বেশি দেখা হয়েছে। এসব পোস্টে ভিডিওটি সত্য মনে করে অনেকে কমেন্ট করেছে। আরিনা জান্নাত (Arina Jannat) নামে অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ হেফাজত করুক সাবাই কে।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ইংরেজি ভাষায় প্রচারিত জাপানভিত্তিক সংবাদ মাধ্যম নিপ্পন টিভি নিউজ ২৪ জাপানের (Nippon TV News 24 Japan) ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত হয়। ভিডিও ধারণের তারিখ ২০২৪ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, জাপানের ইশিকাওয়া প্রশাসনিক এলাকার নোটো উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে একটি গাড়ির ড্যাশক্যামে মূহুর্তটি ধরা পড়ে।
এই সূত্রে আরও সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, জাপানে ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামির সৃষ্টি হয়। এই ঘটনায় সেসময় জাপানে অনেক ক্ষয়ক্ষতি হয়।
জাপানের সংবাদ মাধ্যম মাইনচির ওয়েবসাইট ও এনটিভির (NTV) ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারিতে জাপানে ভূমিকম্প আঘাত হানার। এই ঘটনাকে গত মঙ্গলবার তিব্বতে হওয়া ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে...
২০ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সেই ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির কাছে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। ওই ঘটনাকে কেন্দ্র করে...
১ দিন আগেপ্রতিদিন নিয়ম করে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজ
২ দিন আগেডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
৩ দিন আগে