Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালে ভাঙা ঘরে মা–সন্তানের করুণ দৃশ্য ভাইরাল, ছবিটি সত্যি নয়

ফ্যাক্টচেক ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালে ভাঙা ঘরে মা–সন্তানের করুণ দৃশ্য ভাইরাল, ছবিটি সত্যি নয়

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। ভাঙা টিনের চালার নিচে কাদাপানির মধ্যে এক মা তাঁর শিশু সন্তানকে বুকে আগলে রেখেছেন— এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকাল সোমবার (২৮ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালে ভোলার চরফ্যাশন থেকে তোলা হয়েছে। 

ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছু নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করছি।’

ছবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, সন্তানকে মায়ের বুকে আগলে রাখার ভাইরাল ছবিটি চলতি বছরের মার্চের শুরু থেকেই ইন্টারনেটে বিদ্যমান। গত ৫ মার্চ রিয়াজ খান আকাশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ৬ থেকে ৭ মার্চেও ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রামে পাওয়া যায়। অপরদিকে গত ২২ মে সাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫ মে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেয়। অর্থাৎ ছবিটি ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।

ভাইরাল ছবিটি গত মার্চ মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। ছবি: ইনস্টাগ্রামছবিটির উৎস কী?
খালি চোখেই ভাইরাল ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ছবিতে মায়ের পায়ে আঙুল ৬টি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে এ ধরনের অসংগতি থাকে। 

ভোলায় ঝড়বৃষ্টিতে সন্তানকে মায়ের জড়িয়ে রাখার ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। ছবি: হাইভ এসব অসংগতির কারণে ছবিটি এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত