পাবনা প্রতিনিধি

পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামিপক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। এ সময় বহিরাগতরা মামলার এক সাক্ষীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় জেলায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুল আহাদ বাবু বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তাঁর মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের জামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে গত বুধবার সকালে আদালতে আসেন। তাঁরা কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।
সকালে পাবনা বার সমিতির পাশের একটি হোটেলে নাশতা করার সময় একদল বহিরাগত যুবক তাঁদের অপহরণ করে নিয়ে যান। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তাঁর জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন।
পরে, বহিরাগতরা আবারও আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবন এগিয়ে গেলে বহিরাগতরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাঁদের মারধর করেন।
আহত আইনজীবী রিজভী শাওন বলেন, খায়রুল আলমের মামলার সাক্ষী অপহরণ হওয়ায় তাঁর কাছে ঘটনা শুনছিলেন তাঁরা। এ সময় দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের মারধর করেন।
পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনে হামলা করা হলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাঁদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাঁদের মারধর করেছে বলে শুনেছেন তিনি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা নিতে আসাদের ভিড়ে মিশে যান। পরে আইনজীবীরা দল বেঁধে পৌরভবনে এলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু পৌরসভা চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামিপক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। এ সময় বহিরাগতরা মামলার এক সাক্ষীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় জেলায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুল আহাদ বাবু বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তাঁর মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের জামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে গত বুধবার সকালে আদালতে আসেন। তাঁরা কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।
সকালে পাবনা বার সমিতির পাশের একটি হোটেলে নাশতা করার সময় একদল বহিরাগত যুবক তাঁদের অপহরণ করে নিয়ে যান। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তাঁর জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন।
পরে, বহিরাগতরা আবারও আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবন এগিয়ে গেলে বহিরাগতরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাঁদের মারধর করেন।
আহত আইনজীবী রিজভী শাওন বলেন, খায়রুল আলমের মামলার সাক্ষী অপহরণ হওয়ায় তাঁর কাছে ঘটনা শুনছিলেন তাঁরা। এ সময় দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের মারধর করেন।
পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনে হামলা করা হলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাঁদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাঁদের মারধর করেছে বলে শুনেছেন তিনি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা নিতে আসাদের ভিড়ে মিশে যান। পরে আইনজীবীরা দল বেঁধে পৌরভবনে এলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু পৌরসভা চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫