কামরুজ্জামান রাজু, কেশবপুর

যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে টানা সংঘর্ষ ও হামলা–ভাঙচুরে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ।
গত চার দিনে বিভিন্ন ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্ম–সমর্থকদের মধ্যে সাতটি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৬ জন আহত হয়েছেন।
সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতেও ত্রিমোহিনী ইউপির গোপালপুরে স্বতন্ত্র চেয়ার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে গতকাল বুধবার বিকেলে ত্রিমোহিনী বাজারে কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধন করেন।
এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ও কেশবপুর সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচার মাইক ভাঙচুর এবং চার কর্মীকে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব ঘটনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কেশবপুর সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিনের মোটরসাইকেল প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করা হয়। এ সময় তাঁর দুই কর্মী হাবিবুর রহমান ও বাহাদুরকে মারধর করে প্রতিপক্ষ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিনে মজিদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবীর পলাশের আনারস প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করেন মাহমুদুল রশীদ ও আজহারুল ইসলাম নামের দুজন কর্মীকে মারধর করা হয়। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই পৌরসভা সংলগ্ন ওই দুটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা উল্লেখ করে ওই দুজন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
আগের দিন রোববার রাতে উপজেলার মঙ্গলকোট ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেনের কর্মীদের মধ্যে কন্দর্পপুর এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় প্রার্থীর পাঁচজন কর্মী মারাত্মকভাবে আহত হন।
শনিবার রাতে ত্রিমোহিনী ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের ৬ জন হাসাপাতালে ভর্তি হন।
এর আগে পাঁজিয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুলের প্রচার মাইক ভাঙচুর করাসহ ৩ জন কর্মীকে মারধর করে প্রতিপক্ষ। এ ছাড়া সাতবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যাপন প্রার্থী উত্তম ঘোষের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, হামলা ও ভাঙচুরের কয়েকটি লিখিত অভিযোগ তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে।

যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে টানা সংঘর্ষ ও হামলা–ভাঙচুরে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ।
গত চার দিনে বিভিন্ন ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্ম–সমর্থকদের মধ্যে সাতটি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৬ জন আহত হয়েছেন।
সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতেও ত্রিমোহিনী ইউপির গোপালপুরে স্বতন্ত্র চেয়ার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে গতকাল বুধবার বিকেলে ত্রিমোহিনী বাজারে কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধন করেন।
এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ও কেশবপুর সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচার মাইক ভাঙচুর এবং চার কর্মীকে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব ঘটনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কেশবপুর সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিনের মোটরসাইকেল প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করা হয়। এ সময় তাঁর দুই কর্মী হাবিবুর রহমান ও বাহাদুরকে মারধর করে প্রতিপক্ষ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিনে মজিদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবীর পলাশের আনারস প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করেন মাহমুদুল রশীদ ও আজহারুল ইসলাম নামের দুজন কর্মীকে মারধর করা হয়। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই পৌরসভা সংলগ্ন ওই দুটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা উল্লেখ করে ওই দুজন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
আগের দিন রোববার রাতে উপজেলার মঙ্গলকোট ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেনের কর্মীদের মধ্যে কন্দর্পপুর এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় প্রার্থীর পাঁচজন কর্মী মারাত্মকভাবে আহত হন।
শনিবার রাতে ত্রিমোহিনী ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের ৬ জন হাসাপাতালে ভর্তি হন।
এর আগে পাঁজিয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুলের প্রচার মাইক ভাঙচুর করাসহ ৩ জন কর্মীকে মারধর করে প্রতিপক্ষ। এ ছাড়া সাতবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যাপন প্রার্থী উত্তম ঘোষের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, হামলা ও ভাঙচুরের কয়েকটি লিখিত অভিযোগ তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫