নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশবান্ধব বাহন হিসেবে বাইসাইকেল সারা বিশ্বেই বেশ পরিচিত। এ ছাড়া অনেকে শরীরচর্চার জন্যও সাইকেল চালান। বিশ্বে এমন কিছু বাইসাইকেল আছে, যার দাম নতুন মডেলের গাড়ির চেয়েও বেশি। তেমনি ৫টি বাইসাইকেলের তথ্য রইল:
কওস-ট্রেক ম্যাডোন
এই বাইসাইকেলের দাম ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা। স্টাইলিশ এই বাইকে চড়েও বেশ আরাম। এটি ডিজাইন করেছেন ল্যান্স আর্মস্ট্রং। মাত্র ৯ কেজি ওজনের হালকা এ বাইসাইকেলটি বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে।
ট্রেক ইয়োশিতোমো নারা স্পিড কনসেপ্ট
২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা দামের বাইসাইকেলটি বড়ই রঙিন। নীল আর হলুদের মিশেলে তৈরি বাইকটি শিশুদের খুব পছন্দ হবে। এটি হঠাৎ করেই ঘোরানো যায়। সরু রাস্তায়ও ভালোভাবে চালানো যায়। ট্রেক কোম্পানির কার্টুনিস্টরা এটির ডিজাইন করেছিলেন।
মেনস রেসিং বাইক
এর দাম ৩ লাখ ৯৩ হাজার ডলার বা ৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার টাকা। আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যের ছাপ রাখা হয়েছে এতে। হ্যান্ডেল থেকে হুইল–সবই সোনার। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। জানলে অবাক হবেন, সোনা দিয়ে তৈরি হীরাখচিত বাইকটি তৈরি করেছে গাড়ি নির্মাতা কোম্পানি রোলস রয়েস।
ট্রেক ম্যাডন বাটার ফ্লাই
৫ লাখ ডলার বা ৪ কোটি ৩০ লাখ টাকার এই বাইকের গতি বেশ ভালো। তার চেয়ে ভালো এর নকশা। অভিনবত্ব আনতে এতে লাগানো আছে প্রজাপতির পাখা। এ নিয়ে অ্যানিমেল ওয়েলফয়ার গ্রুপ পিটার সঙ্গে ট্রেকের ঝামেলা হয়েছিল। তবে বাইকের বিক্রি থেকে যা লাভ হয়, তা ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হয়। এটি ডিজাইন করেছেন ডেমিয়ের হারস্ট।
এক্সট্রিম মাউন্টেন বাইক
হিউ পাওয়ার কোম্পানির তৈরি বাইসাইকেলটির দাম ১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা। হীরাখচিত বাইসাইকেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। একটিকে শিল্পকর্ম বললে ভুল হবে না। এটি বেভারলি হিলস এডিশন বা ফ্যাট বাইক নামেও পরিচিত। এর সিটের কভারে ব্যবহার করা হয়েছে এলিগেটরের চামড়া।

পরিবেশবান্ধব বাহন হিসেবে বাইসাইকেল সারা বিশ্বেই বেশ পরিচিত। এ ছাড়া অনেকে শরীরচর্চার জন্যও সাইকেল চালান। বিশ্বে এমন কিছু বাইসাইকেল আছে, যার দাম নতুন মডেলের গাড়ির চেয়েও বেশি। তেমনি ৫টি বাইসাইকেলের তথ্য রইল:
কওস-ট্রেক ম্যাডোন
এই বাইসাইকেলের দাম ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা। স্টাইলিশ এই বাইকে চড়েও বেশ আরাম। এটি ডিজাইন করেছেন ল্যান্স আর্মস্ট্রং। মাত্র ৯ কেজি ওজনের হালকা এ বাইসাইকেলটি বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে।
ট্রেক ইয়োশিতোমো নারা স্পিড কনসেপ্ট
২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা দামের বাইসাইকেলটি বড়ই রঙিন। নীল আর হলুদের মিশেলে তৈরি বাইকটি শিশুদের খুব পছন্দ হবে। এটি হঠাৎ করেই ঘোরানো যায়। সরু রাস্তায়ও ভালোভাবে চালানো যায়। ট্রেক কোম্পানির কার্টুনিস্টরা এটির ডিজাইন করেছিলেন।
মেনস রেসিং বাইক
এর দাম ৩ লাখ ৯৩ হাজার ডলার বা ৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার টাকা। আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যের ছাপ রাখা হয়েছে এতে। হ্যান্ডেল থেকে হুইল–সবই সোনার। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। জানলে অবাক হবেন, সোনা দিয়ে তৈরি হীরাখচিত বাইকটি তৈরি করেছে গাড়ি নির্মাতা কোম্পানি রোলস রয়েস।
ট্রেক ম্যাডন বাটার ফ্লাই
৫ লাখ ডলার বা ৪ কোটি ৩০ লাখ টাকার এই বাইকের গতি বেশ ভালো। তার চেয়ে ভালো এর নকশা। অভিনবত্ব আনতে এতে লাগানো আছে প্রজাপতির পাখা। এ নিয়ে অ্যানিমেল ওয়েলফয়ার গ্রুপ পিটার সঙ্গে ট্রেকের ঝামেলা হয়েছিল। তবে বাইকের বিক্রি থেকে যা লাভ হয়, তা ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হয়। এটি ডিজাইন করেছেন ডেমিয়ের হারস্ট।
এক্সট্রিম মাউন্টেন বাইক
হিউ পাওয়ার কোম্পানির তৈরি বাইসাইকেলটির দাম ১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা। হীরাখচিত বাইসাইকেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। একটিকে শিল্পকর্ম বললে ভুল হবে না। এটি বেভারলি হিলস এডিশন বা ফ্যাট বাইক নামেও পরিচিত। এর সিটের কভারে ব্যবহার করা হয়েছে এলিগেটরের চামড়া।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫