নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশনের সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম বৈষম্যমূলক অভিহিত করে আন্দোলনে নেমেছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষার বড় একটি অংশ। এরপরও এই স্কিমে এখনই কোনো পরিবর্তনের কথা ভাবছে না কর্তৃপক্ষ।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে, সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম যেভাবে চালু হয়েছে, এটাই এখন পর্যন্ত সরকারের অবস্থান। এতে বরং সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত হতে বলেছে কর্তৃপক্ষ। গতকাল চালু হওয়া স্কিমের বিষয়ে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে এমন অবস্থান জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ।
সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একটা নতুন পেনশন ব্যবস্থার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পেনশন অথরিটির পক্ষ থেকে আমরা তা কার্যকর করেছি। আমাদের সিস্টেমে আমরা “প্রত্যয়” স্কিমকে চালু করার ব্যবস্থা করেছি। এই স্কিমে আজকে (গতকাল) থেকেই রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানসমূহের সব কর্মকর্তা বা কর্মচারীরা নিবন্ধন করতে পারছেন। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের অবস্থান। এর বাইরে আপাতত কোনো পরিবর্তন বা পরবর্তী করণীয় বিষয়ে কোনো অবস্থান নেই।’
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীও গতকাল এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করব না, সময় হোক।’
সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের ১৭ আগস্ট। বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় মোট পাঁচটি কর্মসূচি (স্কিম) রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা ও প্রত্যয়। এর মধ্যে প্রত্যয় চালু হয়েছে গতকাল ১ জুলাই থেকে। এ স্কিমে অন্তর্ভুক্ত থাকবেন সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানগুলো। এসব সংস্থায় গতকাল থেকে যাঁরা যোগ দেবেন, তাঁরা পুরোনো পেনশন ব্যবস্থার বদলে সরাসরি নতুন পেনশনের প্রত্যয় স্কিমের আওতায় আসবেন।
দুই দিন আগে বাজেট পাশের বক্তব্যেও অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ‘প্রত্যয়’ স্কিম নিয়ে সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ‘প্রত্যয়’ স্কিমে কোনো পরিবর্তন আনবে কি না–এই নিয়ে সরকারের ভেতরে এখনই কোনো আলোচনা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সর্বজনীন পেনশনের সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম বৈষম্যমূলক অভিহিত করে আন্দোলনে নেমেছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষার বড় একটি অংশ। এরপরও এই স্কিমে এখনই কোনো পরিবর্তনের কথা ভাবছে না কর্তৃপক্ষ।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে, সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম যেভাবে চালু হয়েছে, এটাই এখন পর্যন্ত সরকারের অবস্থান। এতে বরং সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত হতে বলেছে কর্তৃপক্ষ। গতকাল চালু হওয়া স্কিমের বিষয়ে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে এমন অবস্থান জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ।
সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একটা নতুন পেনশন ব্যবস্থার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পেনশন অথরিটির পক্ষ থেকে আমরা তা কার্যকর করেছি। আমাদের সিস্টেমে আমরা “প্রত্যয়” স্কিমকে চালু করার ব্যবস্থা করেছি। এই স্কিমে আজকে (গতকাল) থেকেই রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানসমূহের সব কর্মকর্তা বা কর্মচারীরা নিবন্ধন করতে পারছেন। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের অবস্থান। এর বাইরে আপাতত কোনো পরিবর্তন বা পরবর্তী করণীয় বিষয়ে কোনো অবস্থান নেই।’
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীও গতকাল এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করব না, সময় হোক।’
সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের ১৭ আগস্ট। বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় মোট পাঁচটি কর্মসূচি (স্কিম) রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা ও প্রত্যয়। এর মধ্যে প্রত্যয় চালু হয়েছে গতকাল ১ জুলাই থেকে। এ স্কিমে অন্তর্ভুক্ত থাকবেন সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানগুলো। এসব সংস্থায় গতকাল থেকে যাঁরা যোগ দেবেন, তাঁরা পুরোনো পেনশন ব্যবস্থার বদলে সরাসরি নতুন পেনশনের প্রত্যয় স্কিমের আওতায় আসবেন।
দুই দিন আগে বাজেট পাশের বক্তব্যেও অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ‘প্রত্যয়’ স্কিম নিয়ে সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ‘প্রত্যয়’ স্কিমে কোনো পরিবর্তন আনবে কি না–এই নিয়ে সরকারের ভেতরে এখনই কোনো আলোচনা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫