শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের জন্য টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অন্যতম ও গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী নামক স্থানে একমাত্র বেইলি সেতুটি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই নড়বড়ে বেইলি সেতু দিয়ে চলছে যানবাহন। সেতু দিয়ে সর্বোচ্চ ৫ টনের যান চলাচল করতে পারবে লেখা থাকলেও চলছে ৩০ থেকে ৩৫ টন ওজনের যানবাহন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কটি রোহিঙ্গা ও টেকনাফ স্থলবন্দরের কারণে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। তবে সড়কের একমাত্র বেইলি সেতুটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতি বছর সেতুটির পাটাতন ভেঙে যায়। থাকে যোগাযোগ বিচ্ছিন্ন।
চলতি বছর একবার সেতুর পাটাতন ভেঙে প্রায় ১২ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে সওজের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়ে সেতুটি। তবে টেকসই মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঝিমংখালীর স্থানীয় বাসিন্দারা বলেন, ‘যেকোনো যান সেতুর ওপর উঠলেই নাচানাচি করে সেতুটি। এ ছাড়া প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।
স্থানীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন আসিফ বলেন, দীর্ঘদিন ধরে বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খামখেয়ালির কারণে সেতুটির টেকসই মেরামত করা হচ্ছে না। বড় ধরনের হতাহতের ঘটনার পর টনক নড়বে কর্তৃপক্ষের।
সড়ক ও জনপদ (সওজ) সূত্রে জানা গেছে, বন্দর ও রোহিঙ্গা শিবিরের মালামাল সড়কটি দিয়ে আনা-নেওয়া করতে ২৫ থেকে ৩০ টন ওজনের যানবাহন চলাচল করে। এসব যানবাহন এই বেইলি সেতু দিয়েই চলাচল করে। সেতুর পাশে সওজের সাইন বোর্ডে লেখা আছে, সর্বোচ্চ ৫ টন ওজনের গাড়ি চলাচল করতে পারবে। তবে তা নামমাত্রে পরিণত হয়েছে বলে জানান অনেকেই।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সড়কটি টেকসই মেরামতের দাবি জানান।
শাহ পরীর দ্বীপ হাইওয়ে পুলিশের পরিদর্শক এ কে এম মন্জুরুল হক আকন্দ বলেন, ‘আমি এখানে যোগদান করার পর সেতুটির পাটাতন দুবার নষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষকে টেকসই মেরামতের অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি।’
কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘কক্সবাজার-টেকনাফ সড়কের ৫টি সেতু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুনভাবে সেতুগুলো নির্মাণের জন্য আমরা দরপত্র আহ্বান করতে যাচ্ছি।’

কক্সবাজারের জন্য টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অন্যতম ও গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী নামক স্থানে একমাত্র বেইলি সেতুটি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই নড়বড়ে বেইলি সেতু দিয়ে চলছে যানবাহন। সেতু দিয়ে সর্বোচ্চ ৫ টনের যান চলাচল করতে পারবে লেখা থাকলেও চলছে ৩০ থেকে ৩৫ টন ওজনের যানবাহন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কটি রোহিঙ্গা ও টেকনাফ স্থলবন্দরের কারণে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। তবে সড়কের একমাত্র বেইলি সেতুটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতি বছর সেতুটির পাটাতন ভেঙে যায়। থাকে যোগাযোগ বিচ্ছিন্ন।
চলতি বছর একবার সেতুর পাটাতন ভেঙে প্রায় ১২ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে সওজের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়ে সেতুটি। তবে টেকসই মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঝিমংখালীর স্থানীয় বাসিন্দারা বলেন, ‘যেকোনো যান সেতুর ওপর উঠলেই নাচানাচি করে সেতুটি। এ ছাড়া প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।
স্থানীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন আসিফ বলেন, দীর্ঘদিন ধরে বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খামখেয়ালির কারণে সেতুটির টেকসই মেরামত করা হচ্ছে না। বড় ধরনের হতাহতের ঘটনার পর টনক নড়বে কর্তৃপক্ষের।
সড়ক ও জনপদ (সওজ) সূত্রে জানা গেছে, বন্দর ও রোহিঙ্গা শিবিরের মালামাল সড়কটি দিয়ে আনা-নেওয়া করতে ২৫ থেকে ৩০ টন ওজনের যানবাহন চলাচল করে। এসব যানবাহন এই বেইলি সেতু দিয়েই চলাচল করে। সেতুর পাশে সওজের সাইন বোর্ডে লেখা আছে, সর্বোচ্চ ৫ টন ওজনের গাড়ি চলাচল করতে পারবে। তবে তা নামমাত্রে পরিণত হয়েছে বলে জানান অনেকেই।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সড়কটি টেকসই মেরামতের দাবি জানান।
শাহ পরীর দ্বীপ হাইওয়ে পুলিশের পরিদর্শক এ কে এম মন্জুরুল হক আকন্দ বলেন, ‘আমি এখানে যোগদান করার পর সেতুটির পাটাতন দুবার নষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষকে টেকসই মেরামতের অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি।’
কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘কক্সবাজার-টেকনাফ সড়কের ৫টি সেতু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুনভাবে সেতুগুলো নির্মাণের জন্য আমরা দরপত্র আহ্বান করতে যাচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫