Ajker Patrika

টপার যখন সান্তা ক্লজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
টপার যখন সান্তা ক্লজ

মা সেই দুপুরের পর থেকেই কেক বানানোয় মগ্ন। দুই মেয়ে ফ্লোরা আর মিলির জন্য তো বটেই, সঙ্গে পাশের বাড়ি ও আত্মীয়স্বজনের জন্যও ছোট ছোট কেক বানানোর প্রস্তুতি নিচ্ছেন।

প্লাস্টিকের বাক্সে স্ট্রবেরি রাখা। কাস্টার্ড আর কেকের টপার বানানোর জন্য এগুলো এনেছেন বাবা। বিকেলে ঘুম থেকে উঠে ডাইনিংয়ে এত্ত এত্ত কাজ নিয়ে মাকে ব্যস্ত দেখল ওরা। হ্যাঁ, মাকে সাহায্য করা দরকার তো তাই না?

ফ্লোরা মাকে জিজ্ঞেস করল, মা, কী সাহায্য করতে পারি তোমাকে? এদিকে মিলিও বলল, কিছু কি কেটে দেব মা? ফল কেটে দিই? মা বললেন, একটা কাজ করো। ফ্রুটস কেকের জন্য টপার বানাও। কেক হয়ে গেছে আগেই। মা স্ট্রবেরি ধুয়ে এগিয়ে দিলেন দুই বোনের দিকে। দুই বোন ভাবতে ভাবতে ঠিক করল ওরা সান্তা ক্লজ বানাবে স্ট্রবেরি দিয়েই।

প্রথমে স্ট্রবেরির বোঁটা ফেলে দিল। এরপর পেছনের চোখা অংশ ছুরি দিয়ে কেটে নিল। কাটল বোঁটার অংশও। এবার বোঁটার অংশ নিচে রেখে সাদা ক্রিম ঢেউ ঢেউ করে বসাল স্ট্রবেরির ওপরের অংশে। এবার পেছনের কেটে রাখা অংশটি বসাল ক্রিমের ওপর।

তারপর আর একটু ক্রিম বসাল চোখা অংশের মাথায়। এটা হলো সান্তা ক্লজের টুপি। সাদা ক্রিম ছিল তার দাড়ি আর ফলের বড় অংশটি তার জামা। জামার বোতাম বানাতে স্ট্রবেরির ওপর তিন ফোঁটা ক্রিম লাগাল পরপর।

এবার চকলেট ক্রিম দিয়ে বানাল সান্তা ক্লজের চোখ। বড়দিনের উপহার হবে যে কেক, তার টপার এমন না হলে চলে বলো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত