রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

আমন ধান কাটা এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে চলছে বোরো আবাদের প্রস্তুতি। বোরো আবাদের জন্য বর্তমানে বীজতলা তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরার চাষিরা।
স্থানীয় কৃষকেরা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। অন্যদিকে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলায় ইউরিয়া সার ৭০৩, টিএসপি ৩৯৮, ডিএপি ৮৪৪, এমওপি ৫৩০ টন সার বরাদ্দ, যা প্রয়োজনের তুলনায় কম। তাই বোরো আবাদে লাভ-লোকসানের দোলাচলে চাষিরা। তবু খরচ বৃদ্ধি ও সার সংকটের মধ্যেও লাভের আশায় বোরোর খেতে স্বপ্ন বুনছেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুরা, মুছাপুর, মির্জাপুর, মরজাল, উত্তর বাখরনগর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, মির্জানগর, আদিয়াবাদ, হোগলাকান্দিসহ আশপাশের এলাকায় কৃষকেরা বোরো চাষের জন্য বীজতলা প্রস্তুত করছেন। অনেকে বীজতলায় ধান রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
সাইফুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ‘সার, কীটনাশকসহ তেলের মূল্যবৃদ্ধিতে খরচ বাড়বে। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে ধান-চালের দাম পাব কি না, সেটা নিয়ে শঙ্কা রয়েছে। তবু আশায় বুক বেঁধে ধানের আবাদ করছি।’
আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সবাই বর্গাচাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন অনেকেই। তবু ধানই এই অঞ্চলের কৃষকদের আশা-ভরসা। তাই আগেভাগে যত্ন নিয়ে বীজতলা তৈরি করছেন। কারণ, ভালো চারা থেকেই ভালো ধান হয়।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে হাইব্রিড জাতের ২ কেজি করে ২ হাজার ৬৭০ জনকে ধানবীজ এবং ২ হাজার ৯৬০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার ২০ কেজি সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। গত বছর ধানের বীজতলা প্রস্তুত হয়েছিল ৫১৭ হেক্টর জমিতে। এবার বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪১ হেক্টরে। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৮২২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অন্যান্য বছর এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। আশা করছি, এ বছরও তা অব্যাহত থাকবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন।’
মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এ বছর তেলের দাম বেশি হওয়ায় চাষাবাদের খরচ কিছুটা বাড়তে পারে। কৃষকেরা যাতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পেতে পারেন, তার সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দানে আমরা সচেষ্ট।’

আমন ধান কাটা এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে চলছে বোরো আবাদের প্রস্তুতি। বোরো আবাদের জন্য বর্তমানে বীজতলা তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরার চাষিরা।
স্থানীয় কৃষকেরা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। অন্যদিকে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলায় ইউরিয়া সার ৭০৩, টিএসপি ৩৯৮, ডিএপি ৮৪৪, এমওপি ৫৩০ টন সার বরাদ্দ, যা প্রয়োজনের তুলনায় কম। তাই বোরো আবাদে লাভ-লোকসানের দোলাচলে চাষিরা। তবু খরচ বৃদ্ধি ও সার সংকটের মধ্যেও লাভের আশায় বোরোর খেতে স্বপ্ন বুনছেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুরা, মুছাপুর, মির্জাপুর, মরজাল, উত্তর বাখরনগর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, মির্জানগর, আদিয়াবাদ, হোগলাকান্দিসহ আশপাশের এলাকায় কৃষকেরা বোরো চাষের জন্য বীজতলা প্রস্তুত করছেন। অনেকে বীজতলায় ধান রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
সাইফুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ‘সার, কীটনাশকসহ তেলের মূল্যবৃদ্ধিতে খরচ বাড়বে। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে ধান-চালের দাম পাব কি না, সেটা নিয়ে শঙ্কা রয়েছে। তবু আশায় বুক বেঁধে ধানের আবাদ করছি।’
আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সবাই বর্গাচাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন অনেকেই। তবু ধানই এই অঞ্চলের কৃষকদের আশা-ভরসা। তাই আগেভাগে যত্ন নিয়ে বীজতলা তৈরি করছেন। কারণ, ভালো চারা থেকেই ভালো ধান হয়।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে হাইব্রিড জাতের ২ কেজি করে ২ হাজার ৬৭০ জনকে ধানবীজ এবং ২ হাজার ৯৬০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার ২০ কেজি সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। গত বছর ধানের বীজতলা প্রস্তুত হয়েছিল ৫১৭ হেক্টর জমিতে। এবার বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪১ হেক্টরে। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৮২২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অন্যান্য বছর এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। আশা করছি, এ বছরও তা অব্যাহত থাকবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন।’
মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এ বছর তেলের দাম বেশি হওয়ায় চাষাবাদের খরচ কিছুটা বাড়তে পারে। কৃষকেরা যাতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পেতে পারেন, তার সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দানে আমরা সচেষ্ট।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫