Ajker Patrika

স্ত্রীকে হত্যার পর নিজেই বললেন পুলিশ ডাকতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
স্ত্রীকে হত্যার পর নিজেই বললেন পুলিশ ডাকতে

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে পৌর এলাকার গুলবাদ নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম শামীমা খাতুন সাথী (২৩)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। আর গ্রেপ্তার যুবকের নাম শাহীন আলী (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর বাসিন্দা।

স্থানীয় লোকজন বলেন, শাহীন তাঁর স্ত্রী শামীমা ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে গুলবাদ নতুনপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বাড়িওয়ালা সাইফুল ইসলাম বলেন, গত তিন দিন আগে শাহীন তাঁর বাড়িটি ভাড়া নেন। গত রোববার রাত ১২টার দিকে শাহীন এসে তাঁকে বলেন, ‘চাচা আমি একটা অঘটন ঘটিয়ে দিয়েছি পুলিশ ডাকেন।’ পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশ ডাকা হয়।

শাহীনের ভাই আবু রাইহান বলেন, শাহীন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। দুই বছর আগে তাঁর চাকরি চলে যায়। তিন দিন আগে তাঁরা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, শামীমা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহীনকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শামীমাকে হত্যা করেছে শাহীন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত