Ajker Patrika

বিড়ালের অপেক্ষায় হাওরে বিদেশিনী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১০: ২০
বিড়ালের অপেক্ষায়  হাওরে বিদেশিনী

দেড় মাস আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। কিন্তু এখনো ফিরতে পারছেন না তিনি। ফিরবেন কীভাবে, প্রিয় সঙ্গীকে তো হারিয়ে ফেলেছেন তিনি। তাকে ফিরে পাওয়ার আশায় দেড় মাস ধরে ঘুরেফিরছেন হাওরের একূল-ওকূল।

জুলিয়া জানান, মাস দেড়েক আগে তিনি টাঙ্গুয়ার হাওরে যান। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলারঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়।

নিখোঁজ বিড়ালের খোঁজে দেড় মাস ধরেই তাহিরপুরে অবস্থান করছেন তিনি। আশা করছেন, ফিরে আসবে তাঁর লিও।

পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা দেখে অবাক স্থানীয় লোকজন। তাঁরা জানান, জুলিয়া বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর তাকে ফিরে পেতে এলাকায় মাইকিংও করিয়েছেন তিনি। মাইকে ‘লিও’ ও জুলিয়ার কথোপকথনও প্রচার করা হয়েছে, যেন তা শুনে প্রিয় মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে তাঁকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, জার্মান নারীর পোষা প্রাণী হারানোর বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত