সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে যোগ হয় দুই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখনো যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এদিকে প্রতিদিনই উপজেলার রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
যন্ত্রটিতে রোগীর শয্যায় গিয়ে এক্স-রে করার সুবিধা থাকায় মুমূর্ষু রোগীরও সহজে পরীক্ষা-নিরীক্ষা করা যেত, যার খরচ লাগত মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। অথচ সেই এক্স-রে ক্লিনিক থেকে করাতে হচ্ছে ৪০০-৯০০ টাকায়। সোনাগাজী পৌর শহরের বেসরকারি ক্লিনিকে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এক্স-রে করাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি যুক্ত হয়। তার আগে এক্স-রে মেশিন না থাকায় দুজন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালের নভেম্বরে প্রকৌশলী জানান, এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়নি। পরে এটি চালুর জন্য সিভিল সার্জন বরাবর চিঠি পাঠানো হলেও এখনো জবাব আসেনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলম বলেন, ২০০৭ ও ২০১৩ সালে দুজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় তাঁরা বদলি হয়ে চলে যান। মেশিন চালু হলে এক্স-রে মেশিন টেকনিশিয়ানের পদও পূর্ণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, তিনি ২০২০ সালে যোগদানের আগে থেকে মেশিন চলত না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো ব্যবহারের জন্য প্রস্তুত হয়নি। তাঁরাও এটা করতে পারবেন, সে জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। ইতিমধ্যে কিছু টাকা স্বেচ্ছায় কয়েকজন দিয়েছেন। বাকি টাকা উঠলে তাঁরাই টেকনিশিয়ান এনে চালু করতে পারবেন।
ব্র্যাক টেকনিশিয়ানের বিষয়ে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এক্স-রে মেশিন চালু না হওয়ার বিষয়টি শুনেছেন। ব্যক্তিগত তহবিল থেকে হলেও দ্রুত চালুর চেষ্টা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে যোগ হয় দুই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখনো যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এদিকে প্রতিদিনই উপজেলার রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
যন্ত্রটিতে রোগীর শয্যায় গিয়ে এক্স-রে করার সুবিধা থাকায় মুমূর্ষু রোগীরও সহজে পরীক্ষা-নিরীক্ষা করা যেত, যার খরচ লাগত মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। অথচ সেই এক্স-রে ক্লিনিক থেকে করাতে হচ্ছে ৪০০-৯০০ টাকায়। সোনাগাজী পৌর শহরের বেসরকারি ক্লিনিকে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এক্স-রে করাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি যুক্ত হয়। তার আগে এক্স-রে মেশিন না থাকায় দুজন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালের নভেম্বরে প্রকৌশলী জানান, এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়নি। পরে এটি চালুর জন্য সিভিল সার্জন বরাবর চিঠি পাঠানো হলেও এখনো জবাব আসেনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলম বলেন, ২০০৭ ও ২০১৩ সালে দুজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় তাঁরা বদলি হয়ে চলে যান। মেশিন চালু হলে এক্স-রে মেশিন টেকনিশিয়ানের পদও পূর্ণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, তিনি ২০২০ সালে যোগদানের আগে থেকে মেশিন চলত না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো ব্যবহারের জন্য প্রস্তুত হয়নি। তাঁরাও এটা করতে পারবেন, সে জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। ইতিমধ্যে কিছু টাকা স্বেচ্ছায় কয়েকজন দিয়েছেন। বাকি টাকা উঠলে তাঁরাই টেকনিশিয়ান এনে চালু করতে পারবেন।
ব্র্যাক টেকনিশিয়ানের বিষয়ে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এক্স-রে মেশিন চালু না হওয়ার বিষয়টি শুনেছেন। ব্যক্তিগত তহবিল থেকে হলেও দ্রুত চালুর চেষ্টা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫