Ajker Patrika

এসএমস পেয়েও টিকা নেননি ৭০ হাজার মানুষ

ফেনী প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৯
এসএমস পেয়েও টিকা নেননি ৭০ হাজার মানুষ

টিকাদানে সারা দেশে ফেনীর অবস্থান ষষ্ঠ। কিন্তু করোনাভাইরাসের টিকা নেওয়ার এসএমএস পেয়েও টিকা গ্রহণ করেনি ৭০ হাজার নারী-পুরুষ। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, জেলায় লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ টিকা দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ লাখ ৩৫ হাজার ২৪৩ জন ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন। ওই দিন পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩২ জন। আর বুস্টার ডোজ পেয়েছেন ২৩ হাজার ৩৬ জন।

শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ১ লাখ ৯০ হাজার নিবন্ধন করে ১ লাখ ৭৯ হাজার ৯৪১ জন টিকা গ্রহণ করেছে। ৬৪ হাজার ৩১০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লাখ ২০ হাজার ১৭৩ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন বলেন, ‘ফেনীর মোট জনসংখ্যার ৭০ শতাংশ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ টিকাদান সম্পন্ন করেছি। ভাসমান, বস্তি, বেদে সম্প্রদায়, হিজড়া ও প্রতিবন্ধীদেরও টিকার আওতায় আনা হয়েছে।’

সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাইকে টিকাদানের এসএমএস (খুদে বার্তা) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ব্যক্তি এসএমএস পেয়েও টিকা নেননি। তিনি সবাইকে টিকা গ্রহণের অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত