নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারের ইস্কাটনে দলবল নিয়ে এক বৃদ্ধের বাড়ি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কুতুবউদ্দিন আহমেদ (৮০) রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি গত ২৯ আগস্টের, আর থানায় জিডি করা হয় ২ সেপ্টেম্বর।
ভুক্তভোগীর অভিযোগ, যেদিন রাতে বাড়ি দখলের চেষ্টা করা হয়, সেদিন তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়েও থানা-পুলিশের সহযোগিতা পাননি। পরবর্তী সময়ে জিডি করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোবাইলে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন।
জিডিতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবারের সবাই আমেরিকা থাকেন। তিনি একাই ঢাকার ইস্কাটনের বাড়িতে বসবাস করছেন। ২৯ আগস্ট রাত ১০টার দিকে বিবাদী আমির সালামসহ (৪৫) অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁর বাসার নিচের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন কুতুবউদ্দিন চিৎকার দিলে আশপাশের মহল্লার সবাই এসে তাঁকে রক্ষা করেন। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ছাড়ার আগে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দেন। এ ছাড়া মোবাইলে কল করেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীরা বলছেন, অভিযুক্ত আমির সালাম একসময়ের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের নাম ভাঙিয়ে বাড়িটি দখল করার চেষ্টা করছেন। তিনি যেসব লোক নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে কয়েকজনের মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মোল্লা মাসুদ ২০০১ সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসেন। পরে তিনি পালিয়ে দেশত্যাগ করেন। ২০১৫ সালে মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে দেশটির জেলে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর মোল্লা মাসুদ আবার সক্রিয় হয়েছেন। তাঁর অনুসারীরা দেশে দখল ও চাঁদাবাজির চেষ্টা করছেন। এই বাড়ি দখলের পেছনে তাঁর সঙ্গে আমির সালামের চুক্তি হয়েছে। যদি বাড়ি না দখল হয় তবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করবেন তাঁরা। সেই টাকার অঙ্ক কোটি পর্যন্ত যেতে পারে।
তবে কুতুবউদ্দিনকে সরাসরি মোল্লা মাসুদ বা তাঁর নামে কেউ চাঁদা দাবি করেননি। কুতুবউদ্দিন বলেন, ৩০ আগস্ট তিনি থানায় জিডি করেছেন। মোল্লা মাসুদের বিষয়ে তিনি জানেন না। তবে স্থানীয় অনেকেই এ বিষয়ে কথা বলেছেন।
কুতুবউদ্দিন আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার রাতে তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। সে সময় রমনা থানায় তাঁকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। থানা থেকে তাঁর কথা শোনার পর পুলিশ পাঠানোর কথা বললেও ওই দিন রাতে কোনো পুলিশ আসেনি।
এ বিষয়ে আমির সালামের বক্তব্য জানতে তাঁর মোবাইলে কল দিলে তিনি সাড়া দেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি।

রাজধানীর মগবাজারের ইস্কাটনে দলবল নিয়ে এক বৃদ্ধের বাড়ি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কুতুবউদ্দিন আহমেদ (৮০) রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি গত ২৯ আগস্টের, আর থানায় জিডি করা হয় ২ সেপ্টেম্বর।
ভুক্তভোগীর অভিযোগ, যেদিন রাতে বাড়ি দখলের চেষ্টা করা হয়, সেদিন তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়েও থানা-পুলিশের সহযোগিতা পাননি। পরবর্তী সময়ে জিডি করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোবাইলে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন।
জিডিতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবারের সবাই আমেরিকা থাকেন। তিনি একাই ঢাকার ইস্কাটনের বাড়িতে বসবাস করছেন। ২৯ আগস্ট রাত ১০টার দিকে বিবাদী আমির সালামসহ (৪৫) অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁর বাসার নিচের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন কুতুবউদ্দিন চিৎকার দিলে আশপাশের মহল্লার সবাই এসে তাঁকে রক্ষা করেন। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ছাড়ার আগে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দেন। এ ছাড়া মোবাইলে কল করেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীরা বলছেন, অভিযুক্ত আমির সালাম একসময়ের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের নাম ভাঙিয়ে বাড়িটি দখল করার চেষ্টা করছেন। তিনি যেসব লোক নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে কয়েকজনের মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মোল্লা মাসুদ ২০০১ সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসেন। পরে তিনি পালিয়ে দেশত্যাগ করেন। ২০১৫ সালে মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে দেশটির জেলে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর মোল্লা মাসুদ আবার সক্রিয় হয়েছেন। তাঁর অনুসারীরা দেশে দখল ও চাঁদাবাজির চেষ্টা করছেন। এই বাড়ি দখলের পেছনে তাঁর সঙ্গে আমির সালামের চুক্তি হয়েছে। যদি বাড়ি না দখল হয় তবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করবেন তাঁরা। সেই টাকার অঙ্ক কোটি পর্যন্ত যেতে পারে।
তবে কুতুবউদ্দিনকে সরাসরি মোল্লা মাসুদ বা তাঁর নামে কেউ চাঁদা দাবি করেননি। কুতুবউদ্দিন বলেন, ৩০ আগস্ট তিনি থানায় জিডি করেছেন। মোল্লা মাসুদের বিষয়ে তিনি জানেন না। তবে স্থানীয় অনেকেই এ বিষয়ে কথা বলেছেন।
কুতুবউদ্দিন আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার রাতে তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। সে সময় রমনা থানায় তাঁকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। থানা থেকে তাঁর কথা শোনার পর পুলিশ পাঠানোর কথা বললেও ওই দিন রাতে কোনো পুলিশ আসেনি।
এ বিষয়ে আমির সালামের বক্তব্য জানতে তাঁর মোবাইলে কল দিলে তিনি সাড়া দেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫