কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) প্রতিনিধি

সড়কের অভাবে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া-চাতলপাড় খালের ওপর ২০ ফুট দৈর্ঘ্যের সেতুটি মানুষের কাজে আসছে না। তিন বছর আগে সাড়ে ১৬ লাখ টাকায় নির্মিত সেতুটি এখন পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সড়কটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমাছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সেতু নির্মাণের সময় সড়ক ছিল। পরবর্তীকালে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো। আবারও সড়ক নির্মাণ করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ২০১৯ সালে ১৬ লাখ ৩১ হাজার ৩২৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। শুরুতে সংযোগ সড়ক নির্মাণ হলেও বর্ষার পানিতে তা ক্ষতিগ্রস্ত হয়। পরে আর নির্মাণ করা হয়নি মূল সড়ক। তাই শুরু থেকে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সেতুটি। বর্ষা মৌসুমে কোনো কাজেই আসছে না। ফলে বর্ষা মৌসুমে নোয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও আনন্দপাড়ার কয়েক হাজার মানুষ, হাটবাজার, বিদ্যালয় ও উপজেলা সদরে যাতায়াত করতে ৬০০ থেকে ৭০০ ফুট দূরত্ব নৌকা দিয়ে পারাপার হয়ে বারোমাসি সড়কে উঠে যেতে হয় গন্তব্যে। বিদ্যালয়ে আসতে ভোগান্তি পোহাতে হয় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের। রোগীসহ বিশেষ কারণে রাতে নৌকা পাওয়া যায় না। পেলেও পারাপার হতে পোহাতে হয় চরম ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা জরিনা খাতুন (৩৮) বলেন, ‘মাইলের পর মাইল (১৪ কিলোমিটার) রাস্তা অটোগাড়ি দিয়্যা হাইট্টা আওন-যাওন (আসা- যাওয়া) করা যায় দিন-রাইত। কিন্তু এইটুকুনি (সামান্য) রাস্তায় আইস্যা নাউয়ের (নৌকা) জন্য বইস্যা থাকতে হয়। তহন মনডা খারাপ লাগে।’
কলেজছাত্র মো. রুবেল বলেন, ‘সামান্য রাস্তার অভাবে এত সুন্দর অলওয়েদার সড়ক আমরা ব্যবহার করতে পারি না। বর্ষা মৌসুমে রাতে কোনো দরকারে এই সড়কে আসা চরম কষ্টকর। আমরা চাই দ্রুত সড়ক তৈরি করা হোক।’
বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান মোবাইল ফোনে বলেন, ৬০০ থেকে ৭০০ ফুট সড়কের অভাবে নৌকা দিয়ে বাঙ্গালপাড়া-চাতলপাড় সড়কে উঠতে হয় মানুষকে। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। জনদুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি নির্মাণের দাবি জানান তিনি।

সড়কের অভাবে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া-চাতলপাড় খালের ওপর ২০ ফুট দৈর্ঘ্যের সেতুটি মানুষের কাজে আসছে না। তিন বছর আগে সাড়ে ১৬ লাখ টাকায় নির্মিত সেতুটি এখন পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সড়কটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমাছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সেতু নির্মাণের সময় সড়ক ছিল। পরবর্তীকালে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো। আবারও সড়ক নির্মাণ করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ২০১৯ সালে ১৬ লাখ ৩১ হাজার ৩২৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। শুরুতে সংযোগ সড়ক নির্মাণ হলেও বর্ষার পানিতে তা ক্ষতিগ্রস্ত হয়। পরে আর নির্মাণ করা হয়নি মূল সড়ক। তাই শুরু থেকে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সেতুটি। বর্ষা মৌসুমে কোনো কাজেই আসছে না। ফলে বর্ষা মৌসুমে নোয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও আনন্দপাড়ার কয়েক হাজার মানুষ, হাটবাজার, বিদ্যালয় ও উপজেলা সদরে যাতায়াত করতে ৬০০ থেকে ৭০০ ফুট দূরত্ব নৌকা দিয়ে পারাপার হয়ে বারোমাসি সড়কে উঠে যেতে হয় গন্তব্যে। বিদ্যালয়ে আসতে ভোগান্তি পোহাতে হয় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের। রোগীসহ বিশেষ কারণে রাতে নৌকা পাওয়া যায় না। পেলেও পারাপার হতে পোহাতে হয় চরম ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা জরিনা খাতুন (৩৮) বলেন, ‘মাইলের পর মাইল (১৪ কিলোমিটার) রাস্তা অটোগাড়ি দিয়্যা হাইট্টা আওন-যাওন (আসা- যাওয়া) করা যায় দিন-রাইত। কিন্তু এইটুকুনি (সামান্য) রাস্তায় আইস্যা নাউয়ের (নৌকা) জন্য বইস্যা থাকতে হয়। তহন মনডা খারাপ লাগে।’
কলেজছাত্র মো. রুবেল বলেন, ‘সামান্য রাস্তার অভাবে এত সুন্দর অলওয়েদার সড়ক আমরা ব্যবহার করতে পারি না। বর্ষা মৌসুমে রাতে কোনো দরকারে এই সড়কে আসা চরম কষ্টকর। আমরা চাই দ্রুত সড়ক তৈরি করা হোক।’
বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান মোবাইল ফোনে বলেন, ৬০০ থেকে ৭০০ ফুট সড়কের অভাবে নৌকা দিয়ে বাঙ্গালপাড়া-চাতলপাড় সড়কে উঠতে হয় মানুষকে। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। জনদুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি নির্মাণের দাবি জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫