Ajker Patrika

লালমোহনে বাড়ছে শিশু রোগী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ২৪
লালমোহনে বাড়ছে শিশু রোগী

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-সর্দি-কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, রাতে ঠান্ডা, দিনে গরমের কারণে শিশুরা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১৫ শিশু জ্বর-সর্দি-কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৪০-৫০ জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রত্যেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারেও শিশু রোগীর প্রচণ্ড ভিড় চোখে পড়ার মতো।

উপজেলার বদরপুর ইউনিয়নের বগির চর গ্রাম থেকে রহিমা বিবি তাঁর ৮ মাসের বাচ্চা মেহেদী হাসানকে জ্বর সর্দি নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তাঁর বাচ্চার নিউমোনিয়া। তাঁর মতো আরও অনেকেই বাচ্চা নিয়ে ভর্তি হন এই হাসপাতালে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার দিপালী রানী দে বলেন, ‘হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা প্রচণ্ড বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটাই হতে পারে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত