Ajker Patrika

৫৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
৫৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

গোয়াইনঘাটে ট্রাকে থাকা ৫৮৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোয়াইনঘাটের বাঘেরসড়ক বাজারে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৯-এর স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, র‍্যাবের ওই রাতে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করছিল। এ সময় জানা যায়, গোয়াইনঘাট থানার বাঘেরসড়ক বাজারের ড্রাইভার রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। পরে ওই স্থানে গিয়ে একটি ট্রাকে থাকা ৫৮৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. কাবিল হোসেন (আব্দুল হান্নান) (৩২) ও মো. শাহীন (২৮)। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা ট্রাক তল্লাশি করে ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন তাঁরা গোয়াইনঘাট এলাকার বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে আসছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান বলেন, পরে তাঁদের উদ্ধার করা আলামতসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত