Ajker Patrika

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন

দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফেরদৌস খন্দকার নামে এক চিকিৎসকের ব্যক্তি উদ্যোগে তিন মাসব্যাপী প্রদর্শনী শুরু হয় গত মঙ্গলবার রাতে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত এক হাজার জায়গায় এ প্রদর্শনী চলবে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর এ প্রদর্শনী চলবে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্রসহ ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ড, ‘হাসিনা এ ডটারস টেল’ ও মুক্তিযুদ্ধের ওপরে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের গৌরবগাথা মানুষের সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীতে আসা ধামতী গ্রামের মো. ইউনুছ মিয়া, আবদুল বারেক, জয়নাল আবেদীন ও রাজামেহারের এমদাদ বলেন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বড় পর্দার মাধ্যমে দেখেছি। নতুন প্রজন্ম এ প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

আয়োজক ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘আমি চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত