আজিজুর রহমান, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় শীতকালীন সবজির ভরা মৌসুমেও পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়ছে উপজেলার খুচরা বাজারে। ফলে সাধারণ ক্রেতারা বাজারে এসে হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির দাম দুই থেকে তিনগুণ বেশি।
তবে সবজি চাষি ও ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে টানা বর্ষণে উপজেলার অধিকাংশ সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বছর বাজারে সবজির জোগান কম থাকায় দাম একটু চড়া।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে টানা বর্ষণের উপজেলার পেঁয়াজ, মরিচ, আলুসহ ১ হাজার ২২০ হেক্টর জমির সবজি আক্রান্ত হয়। যার মধ্যে ২১৫ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক নষ্ট হয়েছে ১ হাজার ৫ হেক্টর জমির আলু, মরিচ, পেঁয়াজসহ নানা ধরনের সবজি। এতে উপজেলার ৪ হাজার ৮০৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বৃষ্টির পরই আশঙ্কা করা হচ্ছিল এবার সবজির দাম চড়ে যেতে পারে। সেই শঙ্কা সত্যি করে বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন রমজানের আগেই সবজির দাম আরও বেড়ে যাবে।
গতকাল বুধবার শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। এ জন্য সবজির দাম বেশি।
পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, বুধবার সাদা শিম ৩০ টাকা, কাচা মরিচ ২৫ থেকে ৩০ বেগুন ৫৫ থেকে ৬০, পটল ৩৫ থেকে ৪০, মিষ্টি কুমড়ো ২০ থেকে ৩০, মুলা ১০ থেকে ১৫, পেঁপে ৬ থেকে ৮, বাঁধাকপি ৮ থেকে ১০, ফুলকপি ২৮ থেকে ৩৩, রসুন ১৫ থেকে ২০ পেঁয়াজের কালি (ফুল) ২ থেকে ৩, কাঁচকলা ১২ থেকে ১৬, টমেটো ২০ থেকে ৩০, লাউ (মাঝারি, প্রতিটি) ৩৫ থেকে ৪০, চাপাকলা ১৮ থেকে ২০, মেটে আলু ৩০ থেকে ৩৫, মানকচু ২০ খেকে ২৫, গোলআলু নতুন ১৬ থেকে ১৮, পালন শাক ৬ থেকে ৮, লাল শাক ১০ শসা ৩০ থেকে ৩৫, ধনেপাতা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করেছেন।
বাজারে ফুলকপি বিক্রি করতে আসা উপজেলার রসুলপুর (দুর্গাপুর) গ্রামের শাকিল আহাম্মেদ বলেন, ‘আমাদের অপেক্ষাকৃত উঁচু জমি হওয়ায় বর্ষায় তেমন ক্ষতি হয়নি। এখন প্রতিটি কপি ৩০-৩৫ টাকায় বিক্রি করছি। গত দশ বছরেও এমন দাম পাইনি। গত বছর এই সময়ে ফুলকপি ৪ থেকে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম।’
মেটে আলু বিক্রি করতে আসা পৌরসভার ইছাপুর গ্রামের শহর আলী বলেন, ‘আমি ৯ কাঠা জমিতে দুবার মুলার চাষ করেছিলাম। দুবারই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দেড় বিঘা জমিতে মসুর চাষ করেছিলাম। ডিসেম্বরের বৃষ্টিতে সে মসুরও সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে আলুও ভালো হয়নি। খরচ উঠবে বলেও মনে হয় না।’
চাষি ও ব্যবসায়ীরা জানান, এ মৌসুমে সাধারণত সবজির দাম কমে যায়। তবে এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহের টানা বর্ষণে বেশির ভাগ সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির দাম বেশি।
ফসিউজ্জামান লোটন নামে একজন ক্রেতা বলেন, ‘শীতের এই সময়ে সবজির ভরা মৌসুম হওয়ায় দাম অনেক কম থাকে। তবে এবার গত বছরের এই সময়ের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেশি দামে সবজি কিনতে হচ্ছে।’
এদিকে পাইকারি বাজারের মধ্যেই বেশি দামে খুচরা বিক্রির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছার শর্তে বিক্রেতারা বলেন, ‘জায়গার ভাড়া তো আছেই। সঙ্গে প্রতিদিন খাজনা দিতে হয় একশ টাকা। প্রতিদিন যে বেচাবিক্রি হয় তাতে সংসারই চলে না। তাই আমরা চাইলেই কমদামে বেচাবিক্রি করতে পারিনা।’
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘এখন সবজির মৌসুম হলেও গত ডিসেম্বরের প্রথম সপ্তাহের টানা বর্ষণে উপজেলার প্রায় ১ হাজার ২০০ হেক্টরের বেশি জমির সবজি নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সবজির দাম বেড়েছে। কিছুদিনের মধ্যে চাষিদের নতুন আবাদ করা সবজি বাজারে আসা শুরু হলে দাম কমে যাবে।’

যশোরের চৌগাছায় শীতকালীন সবজির ভরা মৌসুমেও পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়ছে উপজেলার খুচরা বাজারে। ফলে সাধারণ ক্রেতারা বাজারে এসে হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির দাম দুই থেকে তিনগুণ বেশি।
তবে সবজি চাষি ও ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে টানা বর্ষণে উপজেলার অধিকাংশ সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বছর বাজারে সবজির জোগান কম থাকায় দাম একটু চড়া।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে টানা বর্ষণের উপজেলার পেঁয়াজ, মরিচ, আলুসহ ১ হাজার ২২০ হেক্টর জমির সবজি আক্রান্ত হয়। যার মধ্যে ২১৫ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক নষ্ট হয়েছে ১ হাজার ৫ হেক্টর জমির আলু, মরিচ, পেঁয়াজসহ নানা ধরনের সবজি। এতে উপজেলার ৪ হাজার ৮০৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বৃষ্টির পরই আশঙ্কা করা হচ্ছিল এবার সবজির দাম চড়ে যেতে পারে। সেই শঙ্কা সত্যি করে বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন রমজানের আগেই সবজির দাম আরও বেড়ে যাবে।
গতকাল বুধবার শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। এ জন্য সবজির দাম বেশি।
পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, বুধবার সাদা শিম ৩০ টাকা, কাচা মরিচ ২৫ থেকে ৩০ বেগুন ৫৫ থেকে ৬০, পটল ৩৫ থেকে ৪০, মিষ্টি কুমড়ো ২০ থেকে ৩০, মুলা ১০ থেকে ১৫, পেঁপে ৬ থেকে ৮, বাঁধাকপি ৮ থেকে ১০, ফুলকপি ২৮ থেকে ৩৩, রসুন ১৫ থেকে ২০ পেঁয়াজের কালি (ফুল) ২ থেকে ৩, কাঁচকলা ১২ থেকে ১৬, টমেটো ২০ থেকে ৩০, লাউ (মাঝারি, প্রতিটি) ৩৫ থেকে ৪০, চাপাকলা ১৮ থেকে ২০, মেটে আলু ৩০ থেকে ৩৫, মানকচু ২০ খেকে ২৫, গোলআলু নতুন ১৬ থেকে ১৮, পালন শাক ৬ থেকে ৮, লাল শাক ১০ শসা ৩০ থেকে ৩৫, ধনেপাতা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করেছেন।
বাজারে ফুলকপি বিক্রি করতে আসা উপজেলার রসুলপুর (দুর্গাপুর) গ্রামের শাকিল আহাম্মেদ বলেন, ‘আমাদের অপেক্ষাকৃত উঁচু জমি হওয়ায় বর্ষায় তেমন ক্ষতি হয়নি। এখন প্রতিটি কপি ৩০-৩৫ টাকায় বিক্রি করছি। গত দশ বছরেও এমন দাম পাইনি। গত বছর এই সময়ে ফুলকপি ৪ থেকে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম।’
মেটে আলু বিক্রি করতে আসা পৌরসভার ইছাপুর গ্রামের শহর আলী বলেন, ‘আমি ৯ কাঠা জমিতে দুবার মুলার চাষ করেছিলাম। দুবারই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দেড় বিঘা জমিতে মসুর চাষ করেছিলাম। ডিসেম্বরের বৃষ্টিতে সে মসুরও সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে আলুও ভালো হয়নি। খরচ উঠবে বলেও মনে হয় না।’
চাষি ও ব্যবসায়ীরা জানান, এ মৌসুমে সাধারণত সবজির দাম কমে যায়। তবে এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহের টানা বর্ষণে বেশির ভাগ সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির দাম বেশি।
ফসিউজ্জামান লোটন নামে একজন ক্রেতা বলেন, ‘শীতের এই সময়ে সবজির ভরা মৌসুম হওয়ায় দাম অনেক কম থাকে। তবে এবার গত বছরের এই সময়ের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেশি দামে সবজি কিনতে হচ্ছে।’
এদিকে পাইকারি বাজারের মধ্যেই বেশি দামে খুচরা বিক্রির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছার শর্তে বিক্রেতারা বলেন, ‘জায়গার ভাড়া তো আছেই। সঙ্গে প্রতিদিন খাজনা দিতে হয় একশ টাকা। প্রতিদিন যে বেচাবিক্রি হয় তাতে সংসারই চলে না। তাই আমরা চাইলেই কমদামে বেচাবিক্রি করতে পারিনা।’
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘এখন সবজির মৌসুম হলেও গত ডিসেম্বরের প্রথম সপ্তাহের টানা বর্ষণে উপজেলার প্রায় ১ হাজার ২০০ হেক্টরের বেশি জমির সবজি নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সবজির দাম বেড়েছে। কিছুদিনের মধ্যে চাষিদের নতুন আবাদ করা সবজি বাজারে আসা শুরু হলে দাম কমে যাবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫