খান রফিক, বরিশাল

ঈদুল ফিতরের প্রভাব পড়েছে বরিশালের রাজনীতির মাঠে। নেতারা নানাভাবে ফিরতে শুরু করেছেন এলাকায়। জনগণকে আকৃষ্ট করতে কেউ পোস্টার, কেউ ব্যানার টাঙাচ্ছেন, কেউ দান করছেন, আবার কেউ ঘটা করে ইফতার পার্টি করছেন।
জেলার ছয়টি সংসদীয় আসনেই সম্প্রতি নবীন ও প্রবীণ নেতাদের এমন তৎপরতার চিত্র ফুটে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের কর্মকাণ্ড নজর কাড়ছে বরিশালবাসীর। তবে ঈদকে ঘিরে এই প্রচার কতটা জনগণের মনে দাগ কাটবে, তা নিয়ে সংশয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বিভিন্ন ইউনিয়নে ব্যানার সাঁটিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণকে। রিন্টুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনিই নেতার নির্দেশে ব্যানার সাঁটিয়েছেন। ‘সদর আসনে সাইদুর রহমান রিন্টু সাংসদ প্রার্থী হতে চান কি না’—এ প্রসঙ্গে মামুন বলেন, সবকিছুরই চেষ্টা করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় কোন্দলের সুযোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান রিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী হতে চাচ্ছেন। এ আসনের বর্তমান সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমও এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহেই তিনি এসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলে কয়েকটি গ্রুপে বিভক্ত। একদিকে বর্তমান সাংসদ পংকজ নাথ। তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সম্ভাব্য সাংসদ প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় নেতা শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিমসহ একাধিক নেতা।
এর আগে হিজলায় ইফতার পার্টির আয়োজন করেন সাংসদ পংকজ নাথ। জানতে চাইলে বরিশাল-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘সাংসদ পংকজ আগে হিজলা-মেহেন্দীগঞ্জবাসীকে কখনো ইফতার করাননি। এবার পায়ের তলের মাটি সরে যাওয়ায় ঘটা করে ইফতারের আয়োজন করেছেন।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী হতে ঈদে নানাভাবে প্রচার চালাচ্ছেন একাধিক নেতা। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. দেলোয়ার হোসেন হাওলাদার ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে এলাকায় অবস্থান জানান দিচ্ছেন।
মুলাদীর সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার খান গতকাল দুই সহস্রাধিক গরিব-দুঃখীর মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন। তাঁর অনুসারীরা জানান, ভবিষ্যতে এমপি প্রার্থী হতে চান সাত্তার খান।
এ আসনে আগে সংসদ সদস্য পদে নির্বাচন করা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান এবারও ঈদের আগেই দুই উপজেলার সাধারণ জনগণকে নানাভাবে সহায়তা করেছেন। আওয়ামী লীগ নেতা আতিক বলেন, আগামী দিনেও তিনি এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বলে জানান আওয়ামী লীগ নেতা আতিক।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঈদে হঠাৎ নেতাদের আনাগোনা বেড়েছে। গত কয়েক দিন ধরে উজিরপুরবাসীর চোখে পড়েছে এ কে ফাইয়াজুল হক রাজুকে। এলাকার একাধিক সূত্র জানিয়েছেন, গত জাতীয় নির্বাচনে নৌকার টিকিট চাওয়া রাজুর মতো অনেককেই নতুন করে এলাকায় দেখা যাচ্ছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। একই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশার ক্ষেত্রে। জাসদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহসীন বাকেরগঞ্জে সাংসদ পদপ্রার্থী হতে আগে থেকেই নানা উন্নয়নকাজ করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তৎপর আছেন এখানকার জাপা সাংসদ নাসরিন জাহান রত্না।

ঈদুল ফিতরের প্রভাব পড়েছে বরিশালের রাজনীতির মাঠে। নেতারা নানাভাবে ফিরতে শুরু করেছেন এলাকায়। জনগণকে আকৃষ্ট করতে কেউ পোস্টার, কেউ ব্যানার টাঙাচ্ছেন, কেউ দান করছেন, আবার কেউ ঘটা করে ইফতার পার্টি করছেন।
জেলার ছয়টি সংসদীয় আসনেই সম্প্রতি নবীন ও প্রবীণ নেতাদের এমন তৎপরতার চিত্র ফুটে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের কর্মকাণ্ড নজর কাড়ছে বরিশালবাসীর। তবে ঈদকে ঘিরে এই প্রচার কতটা জনগণের মনে দাগ কাটবে, তা নিয়ে সংশয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বিভিন্ন ইউনিয়নে ব্যানার সাঁটিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণকে। রিন্টুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনিই নেতার নির্দেশে ব্যানার সাঁটিয়েছেন। ‘সদর আসনে সাইদুর রহমান রিন্টু সাংসদ প্রার্থী হতে চান কি না’—এ প্রসঙ্গে মামুন বলেন, সবকিছুরই চেষ্টা করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় কোন্দলের সুযোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান রিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী হতে চাচ্ছেন। এ আসনের বর্তমান সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমও এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহেই তিনি এসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলে কয়েকটি গ্রুপে বিভক্ত। একদিকে বর্তমান সাংসদ পংকজ নাথ। তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সম্ভাব্য সাংসদ প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় নেতা শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিমসহ একাধিক নেতা।
এর আগে হিজলায় ইফতার পার্টির আয়োজন করেন সাংসদ পংকজ নাথ। জানতে চাইলে বরিশাল-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘সাংসদ পংকজ আগে হিজলা-মেহেন্দীগঞ্জবাসীকে কখনো ইফতার করাননি। এবার পায়ের তলের মাটি সরে যাওয়ায় ঘটা করে ইফতারের আয়োজন করেছেন।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী হতে ঈদে নানাভাবে প্রচার চালাচ্ছেন একাধিক নেতা। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. দেলোয়ার হোসেন হাওলাদার ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে এলাকায় অবস্থান জানান দিচ্ছেন।
মুলাদীর সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার খান গতকাল দুই সহস্রাধিক গরিব-দুঃখীর মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন। তাঁর অনুসারীরা জানান, ভবিষ্যতে এমপি প্রার্থী হতে চান সাত্তার খান।
এ আসনে আগে সংসদ সদস্য পদে নির্বাচন করা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান এবারও ঈদের আগেই দুই উপজেলার সাধারণ জনগণকে নানাভাবে সহায়তা করেছেন। আওয়ামী লীগ নেতা আতিক বলেন, আগামী দিনেও তিনি এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বলে জানান আওয়ামী লীগ নেতা আতিক।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঈদে হঠাৎ নেতাদের আনাগোনা বেড়েছে। গত কয়েক দিন ধরে উজিরপুরবাসীর চোখে পড়েছে এ কে ফাইয়াজুল হক রাজুকে। এলাকার একাধিক সূত্র জানিয়েছেন, গত জাতীয় নির্বাচনে নৌকার টিকিট চাওয়া রাজুর মতো অনেককেই নতুন করে এলাকায় দেখা যাচ্ছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। একই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশার ক্ষেত্রে। জাসদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহসীন বাকেরগঞ্জে সাংসদ পদপ্রার্থী হতে আগে থেকেই নানা উন্নয়নকাজ করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তৎপর আছেন এখানকার জাপা সাংসদ নাসরিন জাহান রত্না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫