শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ, (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশাসহ তিন চাকার ছোট যানবাহন। মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রকাশ্যে হাইওয়ে পুলিশের সামনে দিয়ে হরহামেশা চলছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের পশ্চিম অংশ থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত ব্যাটারিচালিত অবৈধ রিকশা-অটোরিকশাসহ ভ্যানগাড়ি চলাচল করছে। এসব রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে সৃষ্টি হচ্ছে যানজটের। তিন চাকার যান চলাচল এবং দীর্ঘ সময় যাত্রীর জন্য অপেক্ষা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বেসরকারি স্কুলের শিক্ষক মো. সোহানুর রহমান বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এসব অটোরিকশা। মহাসড়কে দ্রুতগতির যান যেমন চলে, একই সঙ্গে চলে ধীরগতির অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। ধীরগতির যানবাহনের কারণে দ্রুতগতির যান দুর্ঘটনার সম্মুখীন হয়। ধীরগতির যানগুলো দুর্বল হওয়ায় এর যাত্রী ও চালকদের নিরাপত্তা নেই। মহাসড়ক নিরাপদ করতে দ্রুতগতি ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক সড়ক বা লেন থাকতে হবে।’
মুক্তিনগর এলাকার বাসিন্দা সাফায়াত বলেন, ‘ব্যাটারিচালিত তিন চাকার রিকশা আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতে সময় এবং খরচ দুটোই কম লাগে।’ বিকল্প ব্যবস্থা না করে এসব বাহন বন্ধ করা যাবে না বলে তিনি মনে করেন।
বাসচালক আজীজ মিয়া বলেন, ‘এই রিকশার লেইগ্যা আমাগো অনেক সমস্যা হয়। এই ধরেন গাড়িতে যাত্রী উডামু হুট কইরা একটা রিকশা ডাইন মুর দিয়া নাইলে বাম মুর দিয়া আইয়া পরে, এডির ব্রেক ও ঠিক নাই রাস্তা খালি পাইলে জোড়ে টান দিয়া আহে পরে আর ব্রেক ধরতে পারে না এক্কারে গাড়ির পিছে আইয়া মাইরা দেয়।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা সব সময় অব্যাহত আছে এবং থাকবে। প্রতি মাসে আমরা এসব যানবাহন আটক করছি, জরিমানা করছি। গত মাসে এসব যানবাহনের বিরুদ্ধে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
উল্লেখ্য, সারা দেশে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ ছাড়া এসব ইজিবাইক বা থ্রি-হুইলার আমদানি এবং বেচাকেনাও নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দেশে কয়েক লাখ ইজিবাইক রয়েছে। তবে এসব ইজিবাইকের নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন। মহাসড়কে চলাচলের জন্য তো নিরাপদ নয়ই, মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক এসব ব্যাটারিচালিত ইজিবাইক। ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশাসহ তিন চাকার ছোট যানবাহন। মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রকাশ্যে হাইওয়ে পুলিশের সামনে দিয়ে হরহামেশা চলছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের পশ্চিম অংশ থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত ব্যাটারিচালিত অবৈধ রিকশা-অটোরিকশাসহ ভ্যানগাড়ি চলাচল করছে। এসব রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে সৃষ্টি হচ্ছে যানজটের। তিন চাকার যান চলাচল এবং দীর্ঘ সময় যাত্রীর জন্য অপেক্ষা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বেসরকারি স্কুলের শিক্ষক মো. সোহানুর রহমান বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এসব অটোরিকশা। মহাসড়কে দ্রুতগতির যান যেমন চলে, একই সঙ্গে চলে ধীরগতির অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। ধীরগতির যানবাহনের কারণে দ্রুতগতির যান দুর্ঘটনার সম্মুখীন হয়। ধীরগতির যানগুলো দুর্বল হওয়ায় এর যাত্রী ও চালকদের নিরাপত্তা নেই। মহাসড়ক নিরাপদ করতে দ্রুতগতি ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক সড়ক বা লেন থাকতে হবে।’
মুক্তিনগর এলাকার বাসিন্দা সাফায়াত বলেন, ‘ব্যাটারিচালিত তিন চাকার রিকশা আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতে সময় এবং খরচ দুটোই কম লাগে।’ বিকল্প ব্যবস্থা না করে এসব বাহন বন্ধ করা যাবে না বলে তিনি মনে করেন।
বাসচালক আজীজ মিয়া বলেন, ‘এই রিকশার লেইগ্যা আমাগো অনেক সমস্যা হয়। এই ধরেন গাড়িতে যাত্রী উডামু হুট কইরা একটা রিকশা ডাইন মুর দিয়া নাইলে বাম মুর দিয়া আইয়া পরে, এডির ব্রেক ও ঠিক নাই রাস্তা খালি পাইলে জোড়ে টান দিয়া আহে পরে আর ব্রেক ধরতে পারে না এক্কারে গাড়ির পিছে আইয়া মাইরা দেয়।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা সব সময় অব্যাহত আছে এবং থাকবে। প্রতি মাসে আমরা এসব যানবাহন আটক করছি, জরিমানা করছি। গত মাসে এসব যানবাহনের বিরুদ্ধে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
উল্লেখ্য, সারা দেশে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ ছাড়া এসব ইজিবাইক বা থ্রি-হুইলার আমদানি এবং বেচাকেনাও নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দেশে কয়েক লাখ ইজিবাইক রয়েছে। তবে এসব ইজিবাইকের নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন। মহাসড়কে চলাচলের জন্য তো নিরাপদ নয়ই, মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক এসব ব্যাটারিচালিত ইজিবাইক। ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫