
কক্সবাজারের চকরিয়া, টেকনাফ; চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার শেষ হয়েছে গতকাল শুক্রবার। প্রশাসন বেশ কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। তাই শঙ্কা নিয়ে কাল রোববার এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিস্তারিত খবরে।
কক্সবাজার : চতুর্থ ধাপে কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে ভোট গ্রহণ হবে কাল। গতকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচার। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে যাবেন।
নির্বাচন অফিস জানায়, সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ইউপিতে সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে বাকি সাত ইউপিতে যথারীতি সব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ফাসিয়াখালী ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। অন্য ছয় ইউপিতে (হারবাং, বরইতলী, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, খুটাখালী ও চিরিংগা) ব্যালটে ভোট গ্রহণ হবে।
এই সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন, সদস্য পদে ৩৫৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘চকরিয়ার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা থাকবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলীতে নির্বাচনী প্রচার গতকাল শেষ হয়েছে।
নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
সরেজমিন দেখা গেছে, গতকাল শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। কোনো ধরনের নির্বাচনী সহিংসতা ছাড়া উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা প্রচার চালান।
বড়উঠান, শিকলবাহা, জুলধা ও চরলক্ষ্যা ইউপির প্রার্থীরা গতকাল জুমার নামাজের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।
জানা গেছে, কাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্ণফুলীর ৩৯টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, কর্ণফুলীর চার ইউপিতে ৯৩ হাজার ৯৮০ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ২১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০৯ জন। নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে আজ শনিবার সকাল থেকে পাঠানো হচ্ছে ব্যালট পেপার।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার শেষে এখন অপেক্ষা ভোটের জন্য। কাল রোববার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কোনো বিরতি ছাড়া চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে আসতে শুরু করেছে নির্বাচনী সামগ্রী। আজ শনিবার সকাল থেকে সেসব চলে যাবে সব কেন্দ্রে।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘গতকাল নির্বাচনী প্রচার শেষ হয়েছে। পটিয়ার ১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই মুহূর্ত পর্যন্ত যত প্রস্তুতি দরকার, সেটা আমরা সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনী সামগ্রীসহ ব্যালট পেপার পৌঁছে গেছে। আজ এলাকাগুলোতে ব্যালট পেপার বণ্টন করা হবে। সবার অংশগ্রহণে এবারের ভোট উৎসবমুখর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’
পটিয়ার ১৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রই বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন। এ ছাড়া ৫০টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১০০টি কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হিসেবে পটিয়া নির্বাচন অফিস জানায়, এসব ইউপিতে প্রার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশে এবং কেন্দ্রের উভয় পাশ দিয়ে লোকসমাগমের ব্যবস্থা থাকার কারণেও কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে উপজেলাজুড়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। ইউপিগুলো হলো বড়হাতিয়া, চুনতি, পুঁটিবিলা, কলাউজান, পদুয়া ও চরম্বা।
এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর লোহাগাড়া, আধুনগর ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, গতকাল শেষ মুহূর্তে লোহাগাড়ার ৬ ইউপিতে নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছিল। প্রার্থীদের উঠান বৈঠক ও সুধী সমাবেশে বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতির কথা বলছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লোহাগাড়ার ৬ ইউপির মধ্যে বড়হাতিয়ায় ও পুঁটিবিলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে চুনতিতে ৩ জন, কলাউজানে ২ জন, চরম্বায় ৩ জন, পদুয়ায় ৬ জনসহ ১৪ জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজারের চকরিয়া, টেকনাফ; চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার শেষ হয়েছে গতকাল শুক্রবার। প্রশাসন বেশ কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। তাই শঙ্কা নিয়ে কাল রোববার এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিস্তারিত খবরে।
কক্সবাজার : চতুর্থ ধাপে কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে ভোট গ্রহণ হবে কাল। গতকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচার। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে যাবেন।
নির্বাচন অফিস জানায়, সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ইউপিতে সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে বাকি সাত ইউপিতে যথারীতি সব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ফাসিয়াখালী ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। অন্য ছয় ইউপিতে (হারবাং, বরইতলী, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, খুটাখালী ও চিরিংগা) ব্যালটে ভোট গ্রহণ হবে।
এই সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন, সদস্য পদে ৩৫৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘চকরিয়ার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা থাকবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলীতে নির্বাচনী প্রচার গতকাল শেষ হয়েছে।
নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
সরেজমিন দেখা গেছে, গতকাল শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। কোনো ধরনের নির্বাচনী সহিংসতা ছাড়া উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা প্রচার চালান।
বড়উঠান, শিকলবাহা, জুলধা ও চরলক্ষ্যা ইউপির প্রার্থীরা গতকাল জুমার নামাজের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।
জানা গেছে, কাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্ণফুলীর ৩৯টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, কর্ণফুলীর চার ইউপিতে ৯৩ হাজার ৯৮০ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ২১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০৯ জন। নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে আজ শনিবার সকাল থেকে পাঠানো হচ্ছে ব্যালট পেপার।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার শেষে এখন অপেক্ষা ভোটের জন্য। কাল রোববার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কোনো বিরতি ছাড়া চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে আসতে শুরু করেছে নির্বাচনী সামগ্রী। আজ শনিবার সকাল থেকে সেসব চলে যাবে সব কেন্দ্রে।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘গতকাল নির্বাচনী প্রচার শেষ হয়েছে। পটিয়ার ১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই মুহূর্ত পর্যন্ত যত প্রস্তুতি দরকার, সেটা আমরা সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনী সামগ্রীসহ ব্যালট পেপার পৌঁছে গেছে। আজ এলাকাগুলোতে ব্যালট পেপার বণ্টন করা হবে। সবার অংশগ্রহণে এবারের ভোট উৎসবমুখর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’
পটিয়ার ১৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রই বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন। এ ছাড়া ৫০টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১০০টি কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হিসেবে পটিয়া নির্বাচন অফিস জানায়, এসব ইউপিতে প্রার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশে এবং কেন্দ্রের উভয় পাশ দিয়ে লোকসমাগমের ব্যবস্থা থাকার কারণেও কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে উপজেলাজুড়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। ইউপিগুলো হলো বড়হাতিয়া, চুনতি, পুঁটিবিলা, কলাউজান, পদুয়া ও চরম্বা।
এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর লোহাগাড়া, আধুনগর ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, গতকাল শেষ মুহূর্তে লোহাগাড়ার ৬ ইউপিতে নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছিল। প্রার্থীদের উঠান বৈঠক ও সুধী সমাবেশে বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতির কথা বলছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লোহাগাড়ার ৬ ইউপির মধ্যে বড়হাতিয়ায় ও পুঁটিবিলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে চুনতিতে ৩ জন, কলাউজানে ২ জন, চরম্বায় ৩ জন, পদুয়ায় ৬ জনসহ ১৪ জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫