তারাগঞ্জ প্রতিনিধি

আদা চাষে এবার লোকসানের মুখে পড়েছেন তারাগঞ্জের চাষিরা। এবার প্রতি কেজি আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকেরা ৮৫০ একর জমিতে এবার আদার চাষ করেছেন। মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়।
কয়েকজন আদা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আদা খেতে ব্যাপক পচন রোগ দেখা দেয়। এতে ফলন কমে গেছে। অন্য দিকে বাজারে দর কম থাকায় চাষিদের এবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার তারাগঞ্জ বাজারের আদার পাইকারি আড়তে কথা হয় হাজীরহাট গ্রামের কৃষক শামছুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘৭০ শতক জমিত আদা নাগছনু। পচন রোগোত ২০ শতকের আদা নষ্ট হয়া গেইছে। বাকি আদা তুলি হাটোত নিয়া আসছুং। ৫০ টাকা কেজি করে তাক বেচানুং। তাতে ঘর থাকি লস হওচে। এই আদা এক সময় হামার কপাল ঘুরাইছে, কিন্তুক এখন আর লাভ হওচে না।’
ছয় বছর ধরেই আদা চাষ কর আসছেন ডারারপাড় গ্রামের আমজাদ হোসেন (৫০)। তিনি এবারও ৬০ শতক জমিতে আদা চাষ করছেন। তিনিও খেত থেকে আদা তুলে হাটে এসেছেন বিক্রি করতে। বাজার দরে তাঁরও মন বেজার।
আমজাদ হোসেন বলেন, ‘বাবা, আগের মতো আদা চাষে মজা নাই। এখন খালি লস আর লস। অনেক আশা নিয়া এবার আদা নাগাছনুং। কিন্তুক বাজারোত আদার দামে নাই। গতবার যে আদা এই সময় ৮০ টাকা কেজি বেচাছি তাক এ্যালা ৫০ টাকাত বেচার নাগিল।’
ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাস আলী (৬০) এবার এক একর জমিত আদা লাগিয়েছেন। তিনি বলেন, ‘পচন রোগ মোর খেত নষ্ট করি দিছে। বাজারোত এখন দামও নাই। এবার মনে হয় আবাদের টাকায় উঠবে না।’
আক্কাসের কথা শেষ না হতেই মেনানগর গ্রামের আজিবুদ্দিন বলে উঠেন, ‘বাহে আদা এমন ফসল কপালোত লাগলে লাভে লাভ। আর যদি কপালোত না লাগে তাহইলে ফকির বানাইবে। এবার আদা নাগে আমরা খুব লোকসানে পড়নো।’
আদার বাজার দরের বিষয়ে তারাগঞ্জ বাজারের আড়তদার অমূল্য চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি করা আদায় বাজার ভরপুর। এতে দেশি আদার বাজার কমে গেছে।’

আদা চাষে এবার লোকসানের মুখে পড়েছেন তারাগঞ্জের চাষিরা। এবার প্রতি কেজি আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকেরা ৮৫০ একর জমিতে এবার আদার চাষ করেছেন। মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়।
কয়েকজন আদা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আদা খেতে ব্যাপক পচন রোগ দেখা দেয়। এতে ফলন কমে গেছে। অন্য দিকে বাজারে দর কম থাকায় চাষিদের এবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার তারাগঞ্জ বাজারের আদার পাইকারি আড়তে কথা হয় হাজীরহাট গ্রামের কৃষক শামছুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘৭০ শতক জমিত আদা নাগছনু। পচন রোগোত ২০ শতকের আদা নষ্ট হয়া গেইছে। বাকি আদা তুলি হাটোত নিয়া আসছুং। ৫০ টাকা কেজি করে তাক বেচানুং। তাতে ঘর থাকি লস হওচে। এই আদা এক সময় হামার কপাল ঘুরাইছে, কিন্তুক এখন আর লাভ হওচে না।’
ছয় বছর ধরেই আদা চাষ কর আসছেন ডারারপাড় গ্রামের আমজাদ হোসেন (৫০)। তিনি এবারও ৬০ শতক জমিতে আদা চাষ করছেন। তিনিও খেত থেকে আদা তুলে হাটে এসেছেন বিক্রি করতে। বাজার দরে তাঁরও মন বেজার।
আমজাদ হোসেন বলেন, ‘বাবা, আগের মতো আদা চাষে মজা নাই। এখন খালি লস আর লস। অনেক আশা নিয়া এবার আদা নাগাছনুং। কিন্তুক বাজারোত আদার দামে নাই। গতবার যে আদা এই সময় ৮০ টাকা কেজি বেচাছি তাক এ্যালা ৫০ টাকাত বেচার নাগিল।’
ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাস আলী (৬০) এবার এক একর জমিত আদা লাগিয়েছেন। তিনি বলেন, ‘পচন রোগ মোর খেত নষ্ট করি দিছে। বাজারোত এখন দামও নাই। এবার মনে হয় আবাদের টাকায় উঠবে না।’
আক্কাসের কথা শেষ না হতেই মেনানগর গ্রামের আজিবুদ্দিন বলে উঠেন, ‘বাহে আদা এমন ফসল কপালোত লাগলে লাভে লাভ। আর যদি কপালোত না লাগে তাহইলে ফকির বানাইবে। এবার আদা নাগে আমরা খুব লোকসানে পড়নো।’
আদার বাজার দরের বিষয়ে তারাগঞ্জ বাজারের আড়তদার অমূল্য চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি করা আদায় বাজার ভরপুর। এতে দেশি আদার বাজার কমে গেছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫