Ajker Patrika

চুলা থেকে নয়, বাইরের কেউ ঘরে আগুন দেয়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৪
চুলা থেকে নয়, বাইরের কেউ ঘরে আগুন দেয়

‘চুলা থেকে নয়, আমার বসতঘরে বাইরের কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমি রাত ১১টায় ঘুমাতে যাওয়ার পর রাত দুইটা পর্যন্ত তিনবার ঘুম থেকে উঠেছি। বাথরুমে গেছি। তখনো আগুনের কোনো আঁচ পাইনি। সবাই চুলার পাশের পাতা বা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করলেও আমার তা মনে হয় না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন খোকন বসাক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজন মারা যাওয়ার ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য খোকন বসাক।

খোকন বলেন, ‘আমার স্ত্রী রান্না শেষ করেছিল রাত আটটার দিকে। এরপর পরিবারের সবাই বাড়ির পাশের মন্দিরে কীর্তন শুনতে গিয়েছিলাম। এ ছাড়া চুলা থেকে কমপক্ষে তিন-চার ফুট দূরে ছিল পাতা বা লাকড়ি। চুলার আগুন পুরোপুরি না নিভলেও সে আগুন ছয় ঘণ্টা পর জ্বলে উঠতে পারে না। এ আগুন বাইরে থেকে কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দিয়েছে।’

মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা খোকন বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগেও দুইবার আমার ঘরে আগুন লেগেছিল। প্রথমবার আমার বিয়ের সময়। তখন সবাই মিলে শহরে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর ফিরে দেখি, আমার বিয়ের গেট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।  চার-পাঁচ বছর আগেও ঘরে আগুন লেগে আমার বেড়ার ঘরটি পুড়ে গেছে। তখনো সবাই মিলে বলেছে, এটি চুলার আগুন।’

এদিকে গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সৌজন্যে খোকন বসাকের স্ত্রী ও ছেলে-মেয়ের ঔর্ধ্বদৈহিক আদ্যশ্রাদ্ধ ক্রিয়া চলছে।  

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা. মাহবুব মিলকী বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, খোকন বসাকের রান্নাঘর থেকে আগুনের শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত