বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান

বান্দরবানে সাঙ্গু নদীর দুই পাড় ও জেগে ওঠা চরে ব্যাপকভাবে চিনাবাদাম চাষ হচ্ছে। কয়েক বছর চিনাবাদাম চাষে সাফল্য আসায় স্থানীয়দের মধ্যে এই আগ্রহের সৃষ্টি হচ্ছে।
বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর প্রায় ২৫০ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়। জেলায় দুই ধরনের চিনাবাদাম চাষ হয়—তিন দানা ও দুই দানা। সাম্প্রতিক বছরগুলোতে তিন দানাবিশিষ্ট বাদামের ফলন ভালো হওয়ায় কৃষকেরা এর চাষ বেশি করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চিনাবাদাম বিশ্বে অন্যতম তেলবীজ-জাতীয় ফসল হলেও দেশের বিরাট জনগোষ্ঠী একে শৌখিন খাবারের তালিকায় রেখেছে। বর্তমানে দেশে উৎপাদিত চিনাবাদাম দিয়ে মোট চাহিদার এক-তৃতীয়াংশ পূরণ হয়। চাহিদা পূরণে এর চাষ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা গেছে, জেলায় গত বছর ২২০ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ হয়েছিল। তবে চলতি বছর পুরো জেলায় ২৫০ হেক্টরে চাষ হয়েছে। বান্দরবান সদরে এ বছর ৪০ হেক্টরে ১০০ টনের বেশি ফলন পাওয়া যাবে। গত বছর ৩৮ হেক্টরে প্রায় ৯৭ টন ফলন পাওয়া গিয়েছিল।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানেও সম্প্রতি চিনাবাদামের আবাদ বাড়ছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর দুই পাড়ে জেগে ওঠা চর ও নদীর পাশের জমিতে বাদাম চাষ ভালো হয়। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা ঢলের সঙ্গে নদীতে পলি জমে। ফলে নদীর দুই পাড়ের জমির উর্বরতা বাড়ে। এতে করে চিনাবাদাম ভালো হয়।
সরেজমিন দেখা যায়, বান্দরবান সদরের সাঙ্গু নদীর পাড়ের লাঙ্গিপাড়া, কুহালং, ক্যামলং, ভরাখালী, ভাঙামুড়া, ছাইঙ্গ্যা, কালাঘাটা, ক্যাচিংঘাটা, গুংগুরুপাড়া এলাকায় ব্যাপক হারে চিনাবাদাম চাষ হয়। বিশেষ করে নদীর দুই পাড়ের বাসিন্দারা এই বাদাম চাষ বেশি করছেন। এতে নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে পারছেন।
লাঙ্গিপাড়া এলাকার চাষি লুৎফুর জামান, সাহেব মিয়া, আবদুল খালেক ও সালেহা বেগম জানান, বাড়ির পাশে সাঙ্গুর পাড়ে চিনাবাদাম চাষ করে কয়েক সাফল্য পাচ্ছেন। তিন দানাবিশিষ্ট বাদামের ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় তাঁরা এর চাষ বেশি করেন। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান, কুহালং এলাকার বাদামচাষি আবদুস সাত্তার।
বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, জেলায় চলতি বছর প্রায় ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সদর উপজেলায় ৪০ হেক্টরে চাষ হয়েছে। এর মধ্যে তিন দানাবিশিষ্ট ৩০ ও দুই দানাবিশিষ্ট বাদাম ১০ হেক্টরে চাষ হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তিন দানাবিশিষ্ট বাদাম প্রতি হেক্টরে ২ দশমিক ৭ টন পর্যন্ত ফলন হয়, আর দুই দানার বাদাম ২ দশমিক ৪ টন পর্যন্ত ফলন হয়। তিন দানার বাদামে ফলন বেশি হওয়ায় কৃষকেরা এর চাষ বেশি করছেন। এ জন্য কৃষি বিভাগ চিনাবাদাম চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের নানা সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বান্দরবানে সাঙ্গু নদীর দুই পাড় ও জেগে ওঠা চরে ব্যাপকভাবে চিনাবাদাম চাষ হচ্ছে। কয়েক বছর চিনাবাদাম চাষে সাফল্য আসায় স্থানীয়দের মধ্যে এই আগ্রহের সৃষ্টি হচ্ছে।
বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর প্রায় ২৫০ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়। জেলায় দুই ধরনের চিনাবাদাম চাষ হয়—তিন দানা ও দুই দানা। সাম্প্রতিক বছরগুলোতে তিন দানাবিশিষ্ট বাদামের ফলন ভালো হওয়ায় কৃষকেরা এর চাষ বেশি করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চিনাবাদাম বিশ্বে অন্যতম তেলবীজ-জাতীয় ফসল হলেও দেশের বিরাট জনগোষ্ঠী একে শৌখিন খাবারের তালিকায় রেখেছে। বর্তমানে দেশে উৎপাদিত চিনাবাদাম দিয়ে মোট চাহিদার এক-তৃতীয়াংশ পূরণ হয়। চাহিদা পূরণে এর চাষ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা গেছে, জেলায় গত বছর ২২০ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ হয়েছিল। তবে চলতি বছর পুরো জেলায় ২৫০ হেক্টরে চাষ হয়েছে। বান্দরবান সদরে এ বছর ৪০ হেক্টরে ১০০ টনের বেশি ফলন পাওয়া যাবে। গত বছর ৩৮ হেক্টরে প্রায় ৯৭ টন ফলন পাওয়া গিয়েছিল।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানেও সম্প্রতি চিনাবাদামের আবাদ বাড়ছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর দুই পাড়ে জেগে ওঠা চর ও নদীর পাশের জমিতে বাদাম চাষ ভালো হয়। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা ঢলের সঙ্গে নদীতে পলি জমে। ফলে নদীর দুই পাড়ের জমির উর্বরতা বাড়ে। এতে করে চিনাবাদাম ভালো হয়।
সরেজমিন দেখা যায়, বান্দরবান সদরের সাঙ্গু নদীর পাড়ের লাঙ্গিপাড়া, কুহালং, ক্যামলং, ভরাখালী, ভাঙামুড়া, ছাইঙ্গ্যা, কালাঘাটা, ক্যাচিংঘাটা, গুংগুরুপাড়া এলাকায় ব্যাপক হারে চিনাবাদাম চাষ হয়। বিশেষ করে নদীর দুই পাড়ের বাসিন্দারা এই বাদাম চাষ বেশি করছেন। এতে নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে পারছেন।
লাঙ্গিপাড়া এলাকার চাষি লুৎফুর জামান, সাহেব মিয়া, আবদুল খালেক ও সালেহা বেগম জানান, বাড়ির পাশে সাঙ্গুর পাড়ে চিনাবাদাম চাষ করে কয়েক সাফল্য পাচ্ছেন। তিন দানাবিশিষ্ট বাদামের ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় তাঁরা এর চাষ বেশি করেন। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান, কুহালং এলাকার বাদামচাষি আবদুস সাত্তার।
বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, জেলায় চলতি বছর প্রায় ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সদর উপজেলায় ৪০ হেক্টরে চাষ হয়েছে। এর মধ্যে তিন দানাবিশিষ্ট ৩০ ও দুই দানাবিশিষ্ট বাদাম ১০ হেক্টরে চাষ হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তিন দানাবিশিষ্ট বাদাম প্রতি হেক্টরে ২ দশমিক ৭ টন পর্যন্ত ফলন হয়, আর দুই দানার বাদাম ২ দশমিক ৪ টন পর্যন্ত ফলন হয়। তিন দানার বাদামে ফলন বেশি হওয়ায় কৃষকেরা এর চাষ বেশি করছেন। এ জন্য কৃষি বিভাগ চিনাবাদাম চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের নানা সহযোগিতা দিয়ে যাচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫