Ajker Patrika

ঋণ ‘ফেরত দিয়েও’ জেলে ১২ কৃষক

পাবনা প্রতিনিধি
ঋণ ‘ফেরত দিয়েও’ জেলে ১২ কৃষক

বাংলাদেশ সমবায় ব্যাংক নামক একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৫-৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ১২ কৃষক।

তাঁদের দাবি, সেই ঋণ পরিশোধও করে দেন তাঁরা। কিন্তু গত বৃহস্পতিবার রাতে বাড়িতে পুলিশ গেলে তাঁরা জানতে পারেন, ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ১২ জনের সবাই প্রান্তিক কৃষক। তাঁরা হলেন ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামাণিক, মাহাতাব মণ্ডল, আবদুল গণি মণ্ডল, শামীম হোসেন, সামাদ প্রামাণিক, নূর বক্স, আকরাম আলী, রজব আলী, কিতাব আলী, হান্নান মিয়া, মজনু হোসেন ও আতিয়ার রহমান।

বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

১২ কৃষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষকেরা দাবি করেছেন, তাঁরা ঋণের টাকা পরিশোধ করেছেন। এরপর কেন মামলা হলো, তা তাঁরা জানেন না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন ঈশ্বরদী উপজেলার ৩৭ জন কৃষক। এই ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় ব্যাংকের পক্ষ থেকে। পরে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতেই থানা-পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

বিষয়টি সম্পর্কে জানতে গতকাল দুপুরে পাবনা শহরের এলএমবি মার্কেটে বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয়ে গেলে ওই কার্যালয় বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত