নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছয় মাসে কয়েক দফায় বাড়ার পর চালের দাম কমতে শুরু করেছে। ১০ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এক সপ্তাহ আগেও যেখানে জিরাশাইল চালের ৫০ কেজির প্রতি বস্তা বিক্রি হয়েছিল ৩ হাজার ৪৫০ থেকে ৫০০ টাকায়, সেখানে এখন প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি জিরাশাইল চালের দাম কমেছে ১০০ টাকা।
নগরীর পাহাড়তলী বাজারের চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, চালের দাম আরও কিছুটা কমবে। বাজারে এখন সরবরাহের তুলনায় চালের চাহিদা কম। তাই দামও কমেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চাহিদা কমে যাওয়ায় চালের দাম কমছে না, চালের দাম কমে যাওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে।
একাধিক চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত তিন কারণে এখন চালের দাম কমছে। প্রথমত, চাল আমদানি শুরু হওয়ায় বাজারে চালের মজুত বাড়ছে। অন্যদিকে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সারা দেশে চাল বিক্রি করায় বাজারে এখন চালের চাহিদা একটু কম। এ ছাড়া আমন ধানের মৌসুম আসছে, তাই চালকল এবং বড় ব্যবসায়ীরা মজুত চাল বাজারে ছেড়ে দিচ্ছেন। এসব কারণে চালের দাম কিছুটা কমতির দিকে।
এর আগে গত জুন মাসের দিকে বোরো মৌসুমের শুরুতে বাজারে বাড়তে শুরু করে চালের দাম। এরপর গত ছয় মাসে অন্তত তিন দফায় চালের দাম বেড়েছে। তিন দফায় ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। ওই দাম বৃদ্ধির বিপরীতে এখন বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।
গত বুধবার পাহাড়তলী বাজারে ঘুরে দেখা যায়, বাজারে ৫০ কেজির প্রতি বস্তা স্বর্ণা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকায়। এক সপ্তাহ আগেও এই চাল প্রতি বস্তা বিক্রি হয়েছিল ২ হাজার ৩০০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া বস্তায় ৫০ টাকা কমে পাইজাম সিদ্ধ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৭৫০ টাকায়। ১০০ টাকা কমে মিনিকেট সিদ্ধ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। ১৫০ টাকা কমে মোটা সিদ্ধ চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। ১৫০ টাকা কমে নাজিরশাইল প্রতি বস্তা ৩ হাজার ৭৫০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ভারত থেকে আমদানি করা নুরজাহান সিদ্ধ চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৪৭০ টাকায়। অন্যদিকে ১০০ টাকা কমে ইরি আতপ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকা। ১০০ টাকা কমে বেতী আতপ ২ হাজার ৩০০ টাকা, মিনিকেট আতপ ২ হাজার ৫০০, পাইজাম আতপ ২ হাজার ৫০০ এবং কাটারি আতপ ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সব ধরনের চালের দাম কিছুটা কমলেও চিনিগুঁড়া চালের দাম এখনো আগের মতো আছে।
পাইকারিতে মানভেদে প্রতি কেজি চিনিগুঁড়া চাল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।
পাহাড়তলী বাজারের মেসার্স তোফায়েল এন্টারপ্রাইজের মালিক তোফায়েল আহমেদ খোকা বলেন, ‘এক থেকে দেড় সপ্তাহ ধরে বাজার কিছুটা নিম্নমুখী।
আরও কমবে।’

চট্টগ্রামে ছয় মাসে কয়েক দফায় বাড়ার পর চালের দাম কমতে শুরু করেছে। ১০ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এক সপ্তাহ আগেও যেখানে জিরাশাইল চালের ৫০ কেজির প্রতি বস্তা বিক্রি হয়েছিল ৩ হাজার ৪৫০ থেকে ৫০০ টাকায়, সেখানে এখন প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি জিরাশাইল চালের দাম কমেছে ১০০ টাকা।
নগরীর পাহাড়তলী বাজারের চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, চালের দাম আরও কিছুটা কমবে। বাজারে এখন সরবরাহের তুলনায় চালের চাহিদা কম। তাই দামও কমেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চাহিদা কমে যাওয়ায় চালের দাম কমছে না, চালের দাম কমে যাওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে।
একাধিক চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত তিন কারণে এখন চালের দাম কমছে। প্রথমত, চাল আমদানি শুরু হওয়ায় বাজারে চালের মজুত বাড়ছে। অন্যদিকে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সারা দেশে চাল বিক্রি করায় বাজারে এখন চালের চাহিদা একটু কম। এ ছাড়া আমন ধানের মৌসুম আসছে, তাই চালকল এবং বড় ব্যবসায়ীরা মজুত চাল বাজারে ছেড়ে দিচ্ছেন। এসব কারণে চালের দাম কিছুটা কমতির দিকে।
এর আগে গত জুন মাসের দিকে বোরো মৌসুমের শুরুতে বাজারে বাড়তে শুরু করে চালের দাম। এরপর গত ছয় মাসে অন্তত তিন দফায় চালের দাম বেড়েছে। তিন দফায় ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। ওই দাম বৃদ্ধির বিপরীতে এখন বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।
গত বুধবার পাহাড়তলী বাজারে ঘুরে দেখা যায়, বাজারে ৫০ কেজির প্রতি বস্তা স্বর্ণা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকায়। এক সপ্তাহ আগেও এই চাল প্রতি বস্তা বিক্রি হয়েছিল ২ হাজার ৩০০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া বস্তায় ৫০ টাকা কমে পাইজাম সিদ্ধ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৭৫০ টাকায়। ১০০ টাকা কমে মিনিকেট সিদ্ধ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। ১৫০ টাকা কমে মোটা সিদ্ধ চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। ১৫০ টাকা কমে নাজিরশাইল প্রতি বস্তা ৩ হাজার ৭৫০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ভারত থেকে আমদানি করা নুরজাহান সিদ্ধ চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৪৭০ টাকায়। অন্যদিকে ১০০ টাকা কমে ইরি আতপ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকা। ১০০ টাকা কমে বেতী আতপ ২ হাজার ৩০০ টাকা, মিনিকেট আতপ ২ হাজার ৫০০, পাইজাম আতপ ২ হাজার ৫০০ এবং কাটারি আতপ ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সব ধরনের চালের দাম কিছুটা কমলেও চিনিগুঁড়া চালের দাম এখনো আগের মতো আছে।
পাইকারিতে মানভেদে প্রতি কেজি চিনিগুঁড়া চাল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।
পাহাড়তলী বাজারের মেসার্স তোফায়েল এন্টারপ্রাইজের মালিক তোফায়েল আহমেদ খোকা বলেন, ‘এক থেকে দেড় সপ্তাহ ধরে বাজার কিছুটা নিম্নমুখী।
আরও কমবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫