তাসনীম হাসান, চট্টগ্রাম

জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।

জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫