সম্পাদকীয়

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনেই সপরিবারে হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকেরা ভেবেছিল,
ইতিহাসের শেষ অধ্যায় বুঝি তারা রচনা করে ফেলেছে। বঙ্গবন্ধু মানে যদিও বাংলাদেশ, তবু এটাও ঠিক যে বঙ্গবন্ধুকে হত্যা করা মানে বাংলাদেশের সমাপ্তি নয়। বঙ্গবন্ধুকে হত্যা করে তাই বাংলাদেশকে যেমন শেষ করা যায়নি, তেমনি আবার তাঁর নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্রও সফল হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করে অবহেলা-অযত্নে তাঁর লাশ কবর দেওয়া হয়েছিল টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে এটা ভেবে যে ওই অজপাড়াগাঁয়ে গিয়ে কেউ তাঁর কবরে ফুল দেবে না, স্মরণ করবে না। তাঁর জন্য ফেলবে না দুফোঁটা অশ্রু।
কিন্তু তাদের আশা পূরণ হয়নি। টুঙ্গিপাড়ার মাটিতে শয্যা নিয়েও বঙ্গবন্ধু আজ বাঙালির হৃদয়জুড়ে আসন পেতে আছেন। শুধু তাঁর মৃত্যুর দিন ১৫ আগস্টে নয়, বছরের প্রতিটি দিন দেশের প্রতিটি প্রান্ত থেকে ছুটে যান অসংখ্য মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি জীবিত থাকতেও যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, মৃত্যুর পরও তেমনি। তাই এটা বলাই যায় যে তিনি ছিলেন এবং তিনি আছেন।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে, অনেক বাধা, ষড়যন্ত্র মোকাবিলা করে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। সরকারের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাঁর লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক বাংলাদেশ। মুষ্টিমেয় মানুষের মুখে হাসি থাকলে, বেশি মানুষের জীবন কষ্টে কাটলে, বঙ্গবন্ধুর আদর্শের ধারায় আওয়ামী লীগের রাজনীতি সঠিক পথে চলছে বলা যাবে কি?
শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই দেশের উন্নয়ন-অগ্রগতিও হচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধি চোখে পড়ছে দেশের বাইরেও। তার মানে কিন্তু এটা নয় যে যেভাবে চলছে, তার থেকে ভালো চলার কিছু নেই। সরকার এবং সরকারি দলের ভেতরেও অবশ্যই সমস্যা আছে। ভেতরের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে দেশ আরও ভালো চলবে। দেশে যে আয়বৈষম্য, ধনবৈষম্য বাড়ছে, তা অস্বীকার করা যাবে না। সরকারে থেকে, সরকারি দলের আশ্রয়ে থেকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার তথ্যও গোপন করার মতো বিষয় নয়। কার্পেটের নিচে আবর্জনা ঢেকে রাখার কৌশল পরিহার করে আওয়ামী লীগের ভেতরে একটি বড় শুদ্ধি অভিযান চালানোর সময় এসেছে।
বঙ্গবন্ধুকে হত্যার দিন আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাব, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করব, একই সঙ্গে প্রতিজ্ঞাও করব যে তাঁকে হত্যা করে বাংলাদেশকে উল্টোধারায় পরিচালিত করার দুরভিসন্ধি অকার্যকর করে মুক্তিযুদ্ধের মূল চেতনায় অবিচল থাকব। সাম্প্রদায়িক ও গরিব মানুষের স্বার্থবিরোধী রাজনীতির চক্র থেকে বেরিয়ে এলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান ও মর্যাদা দেখানো সম্ভব হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনেই সপরিবারে হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকেরা ভেবেছিল,
ইতিহাসের শেষ অধ্যায় বুঝি তারা রচনা করে ফেলেছে। বঙ্গবন্ধু মানে যদিও বাংলাদেশ, তবু এটাও ঠিক যে বঙ্গবন্ধুকে হত্যা করা মানে বাংলাদেশের সমাপ্তি নয়। বঙ্গবন্ধুকে হত্যা করে তাই বাংলাদেশকে যেমন শেষ করা যায়নি, তেমনি আবার তাঁর নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্রও সফল হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করে অবহেলা-অযত্নে তাঁর লাশ কবর দেওয়া হয়েছিল টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে এটা ভেবে যে ওই অজপাড়াগাঁয়ে গিয়ে কেউ তাঁর কবরে ফুল দেবে না, স্মরণ করবে না। তাঁর জন্য ফেলবে না দুফোঁটা অশ্রু।
কিন্তু তাদের আশা পূরণ হয়নি। টুঙ্গিপাড়ার মাটিতে শয্যা নিয়েও বঙ্গবন্ধু আজ বাঙালির হৃদয়জুড়ে আসন পেতে আছেন। শুধু তাঁর মৃত্যুর দিন ১৫ আগস্টে নয়, বছরের প্রতিটি দিন দেশের প্রতিটি প্রান্ত থেকে ছুটে যান অসংখ্য মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি জীবিত থাকতেও যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, মৃত্যুর পরও তেমনি। তাই এটা বলাই যায় যে তিনি ছিলেন এবং তিনি আছেন।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে, অনেক বাধা, ষড়যন্ত্র মোকাবিলা করে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। সরকারের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাঁর লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক বাংলাদেশ। মুষ্টিমেয় মানুষের মুখে হাসি থাকলে, বেশি মানুষের জীবন কষ্টে কাটলে, বঙ্গবন্ধুর আদর্শের ধারায় আওয়ামী লীগের রাজনীতি সঠিক পথে চলছে বলা যাবে কি?
শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই দেশের উন্নয়ন-অগ্রগতিও হচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধি চোখে পড়ছে দেশের বাইরেও। তার মানে কিন্তু এটা নয় যে যেভাবে চলছে, তার থেকে ভালো চলার কিছু নেই। সরকার এবং সরকারি দলের ভেতরেও অবশ্যই সমস্যা আছে। ভেতরের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে দেশ আরও ভালো চলবে। দেশে যে আয়বৈষম্য, ধনবৈষম্য বাড়ছে, তা অস্বীকার করা যাবে না। সরকারে থেকে, সরকারি দলের আশ্রয়ে থেকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার তথ্যও গোপন করার মতো বিষয় নয়। কার্পেটের নিচে আবর্জনা ঢেকে রাখার কৌশল পরিহার করে আওয়ামী লীগের ভেতরে একটি বড় শুদ্ধি অভিযান চালানোর সময় এসেছে।
বঙ্গবন্ধুকে হত্যার দিন আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাব, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করব, একই সঙ্গে প্রতিজ্ঞাও করব যে তাঁকে হত্যা করে বাংলাদেশকে উল্টোধারায় পরিচালিত করার দুরভিসন্ধি অকার্যকর করে মুক্তিযুদ্ধের মূল চেতনায় অবিচল থাকব। সাম্প্রদায়িক ও গরিব মানুষের স্বার্থবিরোধী রাজনীতির চক্র থেকে বেরিয়ে এলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান ও মর্যাদা দেখানো সম্ভব হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫